PAK vs AUS: ইডেনের ভূত এখনও তাড়া করছে? অজিদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন জাফরের
করাচির পাটা পিচে পাকিস্তান বোলারদের সব দম শেষ কার্যত শেষ করে দিয়ে তৃতীয় দিনে নয় উইকেটের বিনিময়ে ৫৫৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। জবাবে মিচেল স্টার্কের ঘাতক রিভার্স সুইংয়ে ১৪৮ রানেই শেষ হয়ে পাকিস্তান। ৪০৮ রানের লিড নিয়েও সবাইকে চমকে দিয়ে আবারও ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া।
এত বিশাল রানের লিড সত্ত্বেও অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে অবাক সকলেই। এর পিছনে আসলে ইডেনের পুরনো স্মৃতিকেই কিন্তু কারণ হিসাবে দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিফ জাফর। আজকের দিনে ২১ বছর আগেই ফলোঅনের পরেও ইডেনে সেই বিখ্যাত টেস্ট জিতেছিল ভারতীয় দল। সেই কারণেই নাকি অস্ট্রেলিয়া এত বড় লিড নিয়েও করাচিতে পাকিস্তানকে ফলোঅন করার ডাক দেয়নি বলে দাবি জাফরের। নিজের সোশ্যাল মিডিয়ায় অজিদের খোঁচা দিয়ে জাফর লেখেন, ‘২১ বছর পরেও অজিরা ফলোঅন করাতে ইতস্তত বোধ করে। কারণ ইডেন টেস্ট।’
সত্যি বলতে, ৪০০-র অধিক রানে পিছিয়ে থাকার পর দুই দিনের বেশি ব্যাট করে পাকিস্তানের জেতার আশা কোনওভাবেই কার্যত নেই। তা সত্ত্বেও অজিদের এই সিদ্ধান্তের আর কোনও ব্যাখা পাওয়া যায় না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক তিন উইকেট এবং অভিষেক ঘটানো মিচেল সোয়েপসন দুই উইকেট নেন, এছাড়া কামিন্স, ক্যামেরন গ্রিন, ন্যাথন লিয়ঁ একটি করে উইকেট নেন।
পাকিস্তান অধিনায়ক বাবর আজমই দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। পরিসংখ্যানগত দিক থেকে পাকিস্তান প্রথম ইনিংসে অজিদের সর্বোচ্চ স্কোরার (১৬০ রান) উসমান খোয়াজার রানও টপকাতে পারেনি। এরপর কোনও অঘটন ছাড়া তাদের ম্যাচে ফেরা অসম্ভব। তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর এক উইকেটের বিনিময়ে ৮১ রান। ৪৮৯ রানে এগিয়ে তারা। ক্রিজে খোয়াজা ৩৫ ও মার্নাস ল্যাবুশেন ৩৭ রানে ব্যাট করছেন। ডেভিড ওয়ার্নারকে ৭ রানে আউট করেছেন হাসান আলি।
For all the latest Sports News Click Here