Pak vs Aus: রাওয়ালপিন্ডিতে টস জিতে আব্দুল্লাহ-ইমাম উলের ব্যাটে দারুণ শুরু করল পাকিস্তান
দীর্ঘ ২৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। এদিন ইনিংসের শুরু করেন আব্দুল্লাহ শাফিক এবং ইমাম উল হক। মিচেল স্টার্ক, জোশ হেজেলউড, ন্যান লিয়ঁ, প্যাট কামিন্স, ট্রেভিস হেডদের বিরুদ্ধে ঘরের মাঠে দারুণ শুরু করেছে পাকিস্তান। অর্ধশতরান করেন ইমাম উল হক। পাকিস্তানের ওপেনার ব্যাটার এদিন ৮৮ বলে ৫২ রান করেন।
২০১৯ সালের পরে ষষ্ঠ দেশ হিসেবে পাকিস্তানে এসেছে অস্ট্রেলিয়া। গত তিন বছরে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা টেস্ট সিরিজ খেলে গিয়েছে পাকিস্তানে। এ বার সেই তালিকায় যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়ার নাম। এদিন রাওয়ালপিন্ডিতে এই প্রথম টেস্ট ঘিরে আঁটসাঁট নিরাপত্তাব্যবস্থার আয়োজন করা হয়েছিল। এর আগে গত বছর নিউজিল্যান্ডের পাক সফর মাঝপথে ভেস্তে গিয়েছিল। এ বার যাতে সে রকম কোনও ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পাক প্রশাসন। স্টেডিয়াম ও তার সংলগ্ন এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
করোনা সংক্রমণের পরে বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ় খেলেনি অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ হারিয়ে পাকিস্তানে এসেছে। অন্য দিকে পাকিস্তান শেষ আটটি টেস্টের মধ্যে সাতটি জিতেছে। ফলে বাবর আজ়মদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াই জমজমাট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে স্টিভ স্মিথ, উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ব্যাটারদের এশিয়া মহাদেশে খেলার অভিজ্ঞতা কম। পাশাপাশি পাকিস্তান দলেও আবিদ আলি, হাসান আলি, হ্যারিস রউফেরা নেই প্রথম টেস্টে।
For all the latest Sports News Click Here