PAK vs AFG: ব্যাট করতে নামার সময়েই বিশ্বাস ছিল, ছয় মারতে পারব- নাসিম শাহ
শুভব্রত মুখার্জি
আমিরশাহির ২২ গজে টানটান উত্তেজনার ম্যাচে রশিদ খানদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। টানটান উত্তেজনার এই ম্যাচে পাকিস্তান শেষ ওভারে অনবদ্য জয় তুলে নেয়। তাদের এই জয়ে শেষ ওভারে নায়ক হয়ে যান নবাগত পেসার নাসিম শাহ। ৯ উইকেট হারানোর পরেও শেষ ওভারের প্রথম দুই বলে জাভেদ মিয়াঁদাদ স্টাইলে পরপর দু’টি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে অনবদ্য জয় এনে দেন। ম্যাচ শেষে ম্যাচের নায়কের স্পষ্ট স্বীকারোক্তি, ব্যাট করতে নামার সময় বিশ্বাস ছিল ছয় মারতে পারবেন।
আরও পড়ুন: পরপর ২টি ছয় মেরে জেতালেন নাসিম, ফাইনালে পাকিস্তান, আশা শেষ ভারতের
নাসিম শাহ ম্যাচের শেষে জানিয়েছেন, ‘আমি যখন ব্যাট করতে নামি তখন বিশ্বাস ছিল আমি ছয় মারতে পারব। আমি ছয় মারার অনুশীলন করেছি। আমি জানতাম, ওরা ইয়র্কার বল করবে। কারণ ওরা ফিল্ডকে উপরের দিকে তুলে রেখেছিল। সেই সময় বিশ্বাস থাকাটা জরুরি ছিল। নেটে আমরা পরপর অনুশীলন করি এই বিষয়টাই। আমি নিজের ব্যাটটাও পরিবর্তন করি। ওটা কাজে আসে।’
আরও পড়ুন: গ্রুপের সেকেন্ড বয়দের দাপটে সুপার ফোর থেকেই ছিটকে গেল টপাররা
তিনি আরও যোগ করেন, ‘আমি যখন ব্যাট করতে নামি তখন আসিফ ছিল উইকেটে। আমার কাজটা ছিল ওকে স্ট্রাইকটা দেওয়া। ও আউট হয়ে যাওয়ার পরে দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে। ৯ নম্বর উইকেট পড়ে যাওয়ার পরেও আমার নিজের প্রতি বিশ্বাস ছিল। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা জানতাম, আজকে আমাদের ম্যাচটা জিততেই হবে। ম্যাচটা জিতলেই আমরা ফাইনালে যাব।’
For all the latest Sports News Click Here