P Sen Trophy: টসে জিতে সেমিফাইনালে তপন মেমোরিয়াল, শেষ চারে সিএসবি সভাপতি একাদশ
সোমবার, ১৯ জুন পি সেন মেমোরিয়াল ট্রফির সেমিফাইনালে উঠল সিএবি প্রেসিডেন্ট একাদশ এবং তপন মেমোরিয়াল। সোমবারের ম্যাচে তপন মেমোরিয়াল হারায় সিএবি জেলা একাদশকে। অন্য ম্যাচে সিএবি প্রেসিডেন্ট একাদশ হারাল পূর্ব রেল স্পোর্টস সংস্থাকে। সোমবার এই দুই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল সিএবি প্রেসিডেন্ট একাদশ এবং তপন মেমোরিয়াল। মঙ্গলবার ইডেনে মুখোমুখি হবে টাউন ক্লাব এবং ভবানীপুর। মোহনবাগান খেলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তাদের প্রতিপক্ষ বড়িশা স্পোর্টিং ক্লাব। এই দুই ম্যাচের জয়ীরা উঠবে সেমিফাইনালে।
সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। সেই কারণেই পি সেন ট্রফির দুই ম্যাচের কোনওটিই নির্ধারিত ওভার খেলা সম্ভব হয়নি। একটি ম্যাচ তো সম্পূর্ণ ভেস্তেই গিয়েছে। তপন মেমোরিয়ালের ম্যাচটি ভেস্তে যায়। খেলা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। সেখানে বৃষ্টির জন্য খেলা হয়নি। টসের মাধ্যমে খেলার ভাগ্য নির্ধারণ করা হয়েছে। ইডেনে সিএবি প্রেসিডেন্ট একাদশের মুখোমুখি হয়েছিল পূর্ব রেল স্পোর্টস সংস্থা। সেই ম্যাচে সাত উইকেটে জেতে সিএবি প্রেসিডেন্ট একাদশ। এই ভাবে পি সেন ট্রফির সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল সিএসবি সভাপতি একাদশ ও তপন মেমোরিয়াল ক্লাব।
যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত ম্যাচে তপন মেমোরিয়ালের মুখোমুখি হয়েছিল সিএসবি জেলা একাদশ। তবে বৃষ্টির জন্য এই ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি। এই ম্যাচ অমীমাংসিত রাখা সম্ভব ছিল না। সেই কারণেই নিয়ম অনুযায়ী টসের মাধ্যমে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হয়। টসে ভাগ্যদেবতা তপন মেমোরিয়ালের পক্ষেই ছিলেন এবং টস ও ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে তপন মেমোরিয়াল।
দিনের অন্য ম্যাচে পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনই প্রথমে ব্যাট করে। ১৯ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলেন তাঁরা। পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনর হয়ে রাজেশ ওরাও নয় বলে ধুঁয়াধার ৩২ রানের ইনিংস খেলেন। সভাপতি একাদশের হয়ে বিকাশ, সন্দীপন ও বৈভব যাদব প্রত্যেকেই দুইটি করে উইকেট নেন। ১৯ ওভারে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএবি সভাপতি একাদশের হয়ে সুদীপ কুমার ঘরামি মাত্র ১৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তাঁর দৌলতে শুরুতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় সিএবি সভাপতি একাদশ। সুদীপ আউট হওয়ার পর আদিত্য পুরোহিত ইনিংসের গতিটা ধরে রাখেন। অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি। ৪১ বলে আদিত্য ৫৬ রান করেন। অঙ্কুর পাল ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। চার বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় সভাপতি একাদশ।
For all the latest Sports News Click Here