OFC vs EBFC, ISL 2022-23 LIVE: বদলার ম্যাচ লাল-হলুদের, পরিসংখ্যানে এগিয়ে ওড়িশা
নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গল এফসি-র প্রতিপক্ষ ওড়িশা এফসি। যে দুই দল মুখোমুখি হলেই গোলের ফোয়ারা ছোটে। দুই দলের মধ্যে পাঁচ বার মুখোমুখিতে মোট ৩৪টি গোল হয়েছে। এর মধ্যে ৬-৪, ৬-৫-এর মতো ফলও যেমন হয়েছে, তেমনই দু’গোলে পিছিয়ে থেকেও ৪-২-এ ম্যাচ জিতে মাঠ ছাড়ার দৃষ্টান্তও স্থাপন করেছে ওড়িশা এফসি। এই ঘটনাটি মাস দুয়েক আগেই ২০২২-২৩ আইএসএলের প্রথম লেগে ঘটেছিল। ম্যাচে ভালো শুরু করেও, সেই দিন শেষ পর্যন্ত হারতে হয়েছিল লাল-হলুদ বাহিনীকে।
ইস্টবেঙ্গল-ওড়িশা মানেই গোলের ফোয়ারা
নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গল এফসি-র প্রতিপক্ষ ওড়িশা এফসি। যে দুই দল মুখোমুখি হলেই গোলের ফোয়ারা ছোটে। দুই দলের মধ্যে পাঁচ বার মুখোমুখিতে মোট ৩৪টি গোল হয়েছে। এর মধ্যে ৬-৪, ৬-৫-এর মতো ফলও যেমন হয়েছে, তেমনই দু’গোলে পিছিয়ে থেকেও ৪-২-এ ম্যাচ জিতে মাঠ ছাড়ার দৃষ্টান্তও স্থাপন করেছে ওড়িশা এফসি। এই ঘটনাটি মাস দুয়েক আগেই ২০২২-২৩ আইএসএলের প্রথম লেগে ঘটেছিল। ম্যাচে ভালো শুরু করেও, সেই দিন শেষ পর্যন্ত হারতে হয়েছিল লাল-হলুদ বাহিনীকে।
পরিসংখ্যানে পিছিয়ে ইস্টবেঙ্গল
আইএসএলে ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি-র মধ্যে যে পাঁচ বার দেখা হয়েছে, তার মধ্যে তিন বার ফুটবলপ্রেমীরা দেখেছেন গোলের ফোয়ারা। এই পাঁচ বারের মুখোমুখিতে মোট ৩৪টি গোল হয়েছে। ওড়িশা জিতেছে চার বার, ইস্টবেঙ্গল এক বার। ২০২০-২১ মরশুমে প্রথম মুখোমুখিতে জয় ছাড়া আর কোনও বার সাফল্য পায়নি লাল-হলুদ বাহিনী।
গত চার ম্যাচে জয়হীন ওড়িশা
গত চার ম্যাচে জয়হীন ওড়িশা এফসি। পাশাপাশি ঘরের মাঠে টানা চারটি ম্যাচ জেতার পরে শেষ দু’টি ম্যাচই হেরে যাওয়ায় কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছে। গত চারটির মধ্যে তিনটিতেই হেরে প্রথম চারের থেকে ছিটকে গিয়ে ছয়ে নেমে এসেছে ওড়িশা। তাই শনিবারের ম্যাচ যেমন ইস্টবেঙ্গলের কাছে গুরুত্বপূর্ণ, তেমনই ওড়িশা এফসি-র কাছেও সমান গুরুত্বপূর্ণ।
প্রথম ছয় লক্ষ্য লাল-হলুদের
আইএসএলের প্রথম ছয়ে থাকাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। আর সেই লক্ষ্যে সাফল্য পেতে হলে কলকাতার দলকে আজ ওড়িশাকে হারাতেই হবে। তবে ওড়িশাকে হারানো সহজ কাজ নয়।
ধারাবাহিকতার অভাবই সমস্যা লাল-হলুদের
ধারাবাহিকতাই যে সবচেয়ে বড় সমস্যা, তা দলের একাধিক খেলোয়াড় স্বীকার করে নিয়েছেন। কোচ নিজেও তা সরাসরি স্বীকার না করলেও, পরোক্ষ ভাবে তা মেনেই নিয়েছেন। আক্রমণে ক্লেটন সিলভা ও নওরেম মহেশের জুটি যে রকম দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চলেছেন, তাতে এই দলের সাফল্য না পাওয়ার কোনও কারণ নেই। তাদের দরকার ভিপি সুহেরের সাহায্য, যিনি ধারাবাহিকতার অভাবে ভালো রকম ভুগছেন। মাঝমাঠে অস্ট্রেলীয় জর্ডন ও’ডোহার্টি, কিরিয়াকু এবং ব্রাজিলীয় অ্যালেক্স লিমারও একই সমস্যা। এক ম্যাচে ভাল খেললে পরের ম্যাচে যে তাঁদের ওপর ভরসা করা যাবে, এমন নিশ্চয়তা নেই।
রক্ষণে ইভান গঞ্জালেস ও লালচুংনুঙ্গা একসঙ্গে ভালো খেললে, তাঁদের দুর্ভেদ্য হয়ে উঠতে দেখা গিয়েছে একাধিক ম্যাচে। লালচুংনুঙ্গা ধারাবাহিক ভাবে ভালো খেললেও, ইভানের পারফরম্যান্সের গ্রাফটা বারবার ওঠানামা করছে।
For all the latest Sports News Click Here