ODI World Cup 2023: কবে ক্রীড়াসূচি প্রকাশ করবে ICC? সামনে এল বড় খবর
বহু প্রতিক্ষার অবসান হতে চলেছে। প্রত্যাশিত ওডিআই বিশ্বকাপ শুরু হতে চলেছে অক্টোবর মাসে। আর প্রায় তিন মাস পরেই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লড়াই। আইসিসির এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। ক্রিকেট ভক্তেরা এই টুর্নামেন্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত। তারা সকলেই অফিসিয়াল ক্রীড়াসূচীর অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আইসিসি ক্রিকেট ভক্তদের জন্য একটি বড় ঘোষণা করেছে, তারা জানিয়েদিয়েছ আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে আইসিসি ওডিআই বিশ্বকাপের ক্রীড়াসূচি। জানা গিয়েছে ২৭ জুন, বেলা ১১.৩০ মিনিটে মুম্বইয়ের একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আইসিসি ওডিআই বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করা হবে।
আইসিসি মিডিয়া রিপোর্ট অনুসারে, আইসিসি টুর্নামেন্টের সময়সূচী ২৭ জুন, মঙ্গলবার মুম্বইতে একটি ইভেন্টের মাধ্যমে প্রকাশ করবে। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। কেন ২৭ জুন তারিখটা বেছে নিয়েছে আইসিসি? জানা গিয়েছে অক্টোবরে টুর্নামেন্ট শুরুর তারিখ থেকে ২৭ জুনের মধ্যে ১০০ দিনের গ্যাপ থাকবে। অর্থাৎ ২৭ জুন ক্রীড়াসূচি প্রকাশের ঠিক ১০০ দিন পরে শুরু হবে বহু প্রত্যাশিত ওডিআই বিশ্বকাপ।
একটি রিপোর্টে বলা হয়েছে খসড়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ২০১৯ সংস্করণের ফাইনালিস্টদের মধ্যে অর্থাৎ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে ৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত তাদের অভিযান শুরু করবে। হাই-অকটেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি ১৫ অক্টোবর আমদাবাদে অনুষ্ঠিত হতে পারে। যা রাউন্ড-রবিন দশ দলের লিগ পর্বে ভারতের তৃতীয় ম্যাচ হবে। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্য মেন ইন ব্লুজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে।
ভারত সারা দেশে নয়টি ভেন্যুতে তাদের খেলা খেলবে, যেখানে পাকিস্তান তাদের লিগ খেলাগুলি পাঁচটি মাঠে খেলবে। তবে সেমিফাইনালের ভেন্যু এখনও নিশ্চিত হয়নি। সেই নকআউট খেলাগুলি ১৫ এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ১৯ নভেম্বর আমদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা।
For all the latest Sports News Click Here