ODI World Cup: রশিদদের ভয় পাচ্ছে বাবররা! ভেন্যু বদলের প্রস্তাব দেবে PCB- রিপোর্ট
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপের সূচি এখনও সামনে আসেনি। বিসিসিআই একটি প্রস্তাবিত সময়সূচি তৈরি করেছে এবং ম্যাচের ভেন্যু নির্ধারণ করেছে। তবে বিসিসিআই-এর তৈরি করা ম্যাচের ভেন্যু নিয়ে খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ভারতের প্রস্তাবিত ম্যাচের ভেন্যুতে আপত্তি দেখিয়েছে পাকিস্তান। তারা নাকি কিছু ম্যাচের প্রস্তাবি ভেন্যু পরিবর্তন করতে চায়। পাকিস্তান স্পষ্টভাবে বলেছে যে তার দেশের সরকার তাদের দলকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার অনুমতি দিলে তবেই তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবে। কিন্তু এর মাঝেই তারা ভেন্যু নিয়ে নিজেদের ইচ্ছা প্রকাশ করছে। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ইচ্ছা মতো তাদের ম্যাচের ভেন্যু বেছে নেওয়ার চেষ্টা করছে।
ক্রিকেট পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে চেন্নাইয়ে আফগানিস্তান এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে বলা হতে পারে। একই সঙ্গে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা বলেও আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান চায় চেন্নাই ও বেঙ্গালুরুতে খেলা তাদের ম্যাচের ভেন্যুর পরিবর্তন করা হোক। অর্থাৎ, আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটি চেন্নাইয়ে খেলা হবে তা যেন বেঙ্গালুরুতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটি বেঙ্গালুরুতে হওয়ার কথা সেটি যেন চেন্নাইয়ে দেওয়া হয়।
সূত্রের খবর, পাকিস্তান এটা চায় কারণ চেন্নাইয়ের উইকেট স্লো এবং স্পিনার বান্ধব। এদিকে আফগানিস্তানের দলে চমৎকার সব স্পিনার রয়েছে। আফগান দলে রশিদ খান এবং নূর আহমেদের মতো স্পিনার রয়েছে যারা স্পিনারদের সহায়ক পিচে যে কোনও দলকে সমস্যায় ফেলতে পারে। তাই পাকিস্তান চায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বেঙ্গালুরুতে আয়োজন হোক। তার মনের মধ্যে কোথাও একটা ভয় আছে যে, চেন্নাইয়ের স্লো উইকেটে আফগানিস্তান তাকে পরাজিত করলে তাদের সুনাম নষ্ট হবে এবং এই ম্যাচের ফলে পাকিস্তান দলের বিশ্বকাপ জয়ের অভিযানও ধাক্কা খেতে পারে।
বিসিসিআইয়ের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তানের ম্যাচটি ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম যেখানে ১ লক্ষ ৩২ হাজার দর্শক বসতে পারবেন। গোটা বিশ্বের চোখ ভারত-পাকিস্তান ম্যাচের দিকে থাকবে এবং এত বড় স্টেডিয়ামে এই ম্যাচ হওয়াটা বিসিসিআইয়ের জন্যও আর্থিকভাবে লাভজনক হবে। বিসিসিআই আইসিসির পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলোর কাছেও তাদের খসড়া সূচি পাঠিয়েছে।
For all the latest Sports News Click Here