ODI World Cup-এর ম্যাচ না পেলেও চারটি ওয়ার্মআপ খেলা পেল গুয়াহাটি
শুভব্রত মুখার্জি: ২৭ জুন আসন্ন ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ঘটনাচক্রে ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট এই দুই দল। প্রথম ম্যাচটি তারা খেলবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে মোট ১০টি ভেন্যুতে। আর দুটি ভেন্যুতে হবে ওয়ার্ম আপ ম্যাচ। যার মধ্যে অন্যতম ভেন্যু আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘরের মাঠ এই স্টেডিয়ামকে চার চারটি ওয়ার্ম আপ আয়োজনের দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: ভারতে এসে প্রতিবেশীদের বিরুদ্ধে ভালো খেলার ইচ্ছে, ২০১০ থেকে স্বপ্ন দেখছেন বাবর, জানালেন সতীর্থ
বিষয়টি সোশ্যাল মিডিয়াতে নিশ্চিত করা হয়েছে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। পাশাপাশি কবে কোন ম্যাচ তারা আয়োজন করবে তার বিস্তারিত একটি সূচিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে বিসিসিআইকে ধন্যবাদ জানাতেও ভোলেনি তারা। প্রসঙ্গত গুয়াহাটিতে প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি খেলা হবে ২৯ সেপ্টেম্বর। মুখোমুখি হবে বাংলাদেশ এবং বাছাইপর্ব থেকে দ্বিতীয় হয়ে উঠে আসা দল। এর ঠিক পরের দিন রয়েছে ব্লকবাস্টার ম্যাচ। ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। অক্টোবর মাসের ২ তারিখ অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন ইংল্যান্ড খেলবে শাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে। শেষ ম্যাচে আফগানিস্তান দল কোয়ালিফায়ার ২’র মুখোমুখি হবে ৩ অক্টোবর।
আরও পড়ুন: কোহলি আরও একটি বিশ্বকাপ খেলবে- স্থির বিশ্বাস ইউনিভার্স বসের
প্রসঙ্গত এবারের ওয়ার্ম আপ ম্যাচ মূলত খেলা হবে দু’টি ভেন্যুতে। একটি গুয়াহাটি এবং অপরটি তিরুবনন্তপুরমে। এর পাশাপাশি হায়দরাবাদেও খেলা হবে ওয়ার্ম আপ ম্যাচ। তবে এই তিন ভেন্যুর মধ্যে হায়দরাবাদ একমাত্র ভেন্যু, যেখানে খেলা হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচও। মূল পর্বের তিনটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের মূল পর্বের বাকি ৯টি ভেন্যুর প্রতিটি ভেন্যুতেই পাঁচটি করে ম্যাচ খেলা হবে।
For all the latest Sports News Click Here