ODI WC-এর আগে ঢেলে সাজছে ২ সেমির আয়োজক,নতুন আলো ওয়াংখেড়েতে,ইডেনে হচ্ছে ফুডকোর্ট
শুভব্রত মুখার্জি: অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ভারতে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তরফে ইতিমধ্যেই সেই মেগা ইভেন্টের সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। ৫ অক্টোবর গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের রানার্স আপ নিউজিল্যান্ড দলের। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটি। এর পাশাপাশি ভারত বনাম পাকিস্তান মহারণ সহ ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও খেলা হবে আমদাবাদেই। আমদাবাদের পরেই যে দু’টি ভেন্যু গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে, তারা হল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। ফলে এই দুই স্টেডিয়ামে এখন সাজো সাজো রব। দু’টি স্টেডিয়ামকেই ঢেলে সাজাচ্ছে রাজ্য সংস্থাগুলো। বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করেই এগোচ্ছে কাজ।
আরও পড়ুন: চাহালের মতো সিনিয়র সাহায্য করলে আত্মবিশ্বাস বাড়ে- কুলচা জুটিকে মিস করছেন কুলদীপ
প্রসঙ্গত, ভারতে যে বার শেষবার ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেই বারের ফাইনাল খেলা হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে দ্বিতীয় বার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ওয়াংখেড়েতেই এবার বসছে নয়া ফ্লাডলাইট। নয়া আলোকের ঝর্নাধারায় স্টেডিয়ামকে রাঙানোর প্রস্তুতিতে একেবারে শেষ পর্যায়ে রয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ের ফ্লাডলাইটের বাতিস্তম্ভের সমস্ত লাইট বদলে ফেলা হচ্ছে। বসানো হচ্ছে নয়া এলইডি লাইট। মুম্বইয়ের পাশাপাশি ধর্মশালার ফ্লাডলাইটেরও পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অভিষেকেও সাতে ব্যাট করেছি- পরে নামার ব্যাখ্যা দিতে গিয়ে পুরনো স্মৃতিতে ডুবলেন রোহিত
বৃহস্পতিবার বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য ক্রিকেট সংস্থাগুলো। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। আইসিসির নির্ধারিত কয়েকটি পরিকাঠামোগত পরিবর্তন করা হবে বিভিন্ন স্টেডিয়ামে। তার মধ্যে ইডেন গার্ডেন ও অন্যতম।ইডেনের প্রেস বক্স এবং গ্যালারির সংস্কার আগেই করা হয়েছিল।এবার যা শোনা যাচ্ছে তাতে করে বিশ্বকাপের কথা মাথাতে রেখেই, অত্যাধুনিক ফুড কোর্ট নির্মাণ করা হচ্ছে ইডেনে। গ্যালারির নীচেই থাকবে শপিং মলের ধাঁচে তৈরি এই ফুড কোর্ট। নয়াদিল্লিতে বৈঠকে সিএবি-র তরফে বিসিসিআই-কে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, ইডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজন করা হবে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি, ভারতের একটি এবং পাকিস্তানের একটি ম্যাচ। পাশাপাশি একটি সেমিফাইনালও আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন। ২০১১ সালের শেষ বিশ্বকাপের ম্যাচে ইডেনের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছিল, সেই হতাশা এবারে যেন অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
For all the latest Sports News Click Here