ODI বিশ্বকাপের জন্য ৫ স্টেডিয়ামকে ঢেলে সাজাচ্ছে BCCI, ১২৭ কোটি টাকা পাচ্ছে ইডেন
চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। ২০১১ সালের পর এই বছর ফের ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর বসছে ভারতে। আর বিশ্বকাপকে ঘিরে সেজে উঠছে বিভিন্ন স্টেডিয়াম। বিসিসিআইও কোনও রকম খামতি রাখতে চাইছে না।
স্টেডিয়ামগুলির পরিকাঠামো উন্নতি, গ্য়ালারি সংস্কার, ড্রেসিংরুম এবং স্টেডিয়ামের ছাদ সংস্কারের জন্য আর্থিক অনুদান দিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই বেশ কিছু স্টেডিয়াম তাদের সংস্কারের কাজ শেষ করে ফেলেছে। মুম্বইয়েক ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাজ সদস্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচের আগেই শেষ করেছে।
এছাড়াও চেন্নাইয়ের চিপকের কাজও শেষ হয়ে গিয়েছে। পুরনো স্ট্যান্ড ভেঙে নতুন স্ট্যান্ড তৈরি করা হয়েছে চিপক স্টেডিয়ামে। আইপিএলের আগেই সেই কাজ শেষ হয়ে গিয়েছে। এখনও বেশ কিছু স্টেডিয়ামে সেই ভাবে কাজ শুরু হয়নি। আইপিএল শেষ হলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। গত বছর থেকেই ইডেন গার্ডেন্সের সংস্কার শুরু হয়ে গিয়েছে। ঝা চকচকে ভাবে সেজে উঠেছে ইডেনের মিডিয়া সেন্টার, প্রেস বক্স, হসপিটালিটি বক্স। ইডেনে জি, এইচ এবং এফ ব্লকের ছাউনি খুলে দেওয়া হয়েছে। তার পরিবর্তে নতুন ছাউনি বসানো হবে। আইপিএল শেষ হলেই নতুন ছাউনি বসানোর কাজ শুরু করে দেবে সিএবি।
স্টেডিয়ামগুলির এই সংস্কারের জন্য দিল্লি ক্রিকেট সংস্থাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে। যদিও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পরিকাঠামোগত সমস্যার জন্য গ্যালারির একেবারে উপরে কোনও ছাউনি বসানো সম্ভব নয়। অন্যদিকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে ১১৭.১৭ কোটি টাকা দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অনুদান পেতে চলেছে সিএবি। ইডেনের সংস্কারের জন্য ১২৭.৪৭ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই। পাশাপাশি পঞ্জাব ক্রিকেট সংস্থাকে ৭৯.৪৬ কোটি এবং মুম্বই ক্রিকেট সংস্থাকে ৭৮.৮২ কোটি টাকা দেওয়া হবে সংস্কারের জন্য।
শুধু তাই নয়, যে ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচের আসর বসবে, সেই সব স্টেডিয়ামে যাতে পরিকাঠামোগত কোনও রকম সমস্যা না হয় সেই দিকে নজর দিচ্ছে বিসিসিআই। ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে। এবার গোটা টুর্নামেন্টের দায়িত্বে বিসিসিআই। ফলে বিশ্বকাপ আয়োজনে কোনও রকম খামতি রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৪৬ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। মোট খেলা হবে ৪৮টি।
For all the latest Sports News Click Here