ODI ফর্ম্যাটে সূর্যকুমারের কত নম্বরে ব্যাট করা উচিত? ‘SKY’ কে মঞ্জরেকরের পরামর্শ
বিশ্বের শীর্ষস্থানীয় T20I ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও, ৩২ বছর বয়সি তারকা ব্যাটার ৫০ ওভারের ফর্ম্যাটে নিজের ফর্ম বজায় রাখতে পারছেন না। ২০ ওভারের ম্যাচে তিনি যে ভাবে নিজেকে তুলে ধরেছেন, ৫০ ওভারের ম্যাচে তিনি তার ধারে কাছে যেতে পারছেন না। ২৩টি একদিনের ম্যাচে সূর্যের গড় মাত্র ২৪.০৫। একদিনের ক্রিকেটে এখনও কোনও সেঞ্চুরি করতে পারেননি তিনি। সূর্যকুমার যাদবের নামে রয়েছে মাত্র দুটি হাফ সেঞ্চুরি। সূর্যকুমার যাদব প্রসঙ্গে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর। T20I সুপারস্টার সূর্যকুমার যাদবকে ওডিআই ফর্ম্যাটে দলে কোন জায়গায় ব্যাট করতে নামবেন, সেই বিষয়টাই তুলে ধরেছেন ভারতের প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জরেকর।
এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে তিনি শেষ তিনটি ওয়ানডেতে একাধিকবার শূন্য রানে আউট হয়েছিলেন। এবার প্রশ্ন হল তাহলে কি ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাবেন সূর্যকুমার যাদব। ESPNCricinfo-এর সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘আপনি যদি সূর্যকুমার যাদবকে ব্যবহার করতে চান তবে তাঁকে একটি বিস্ফোরক লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে ব্যবহার করতে পারেন। আমি জানি না তাঁর ব্যর্থতার কারণ কী? তবে আপনি যদি তাঁকে সুযোগ দিতে থাকেন তবে সে শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পেতে সক্ষম হবে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে সূর্যকুমার যাদবের মাত্র একটি মাত্র গিয়ার রয়েছে। আমরা তাঁকে অনেক গ্রাউন্ড শট খেলতে দেখেছি, তাই বলা যেতে পারে যে তার সব ধরনে গিয়ার রয়েছে। কিন্তু ভারত যদি তাঁকে লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারে তাহলে ভালোই হবে। আমি এই বিষয়ে অনেক ভেবেছি। ৫০ ওভারের ক্রিকেটে আপনার এই ধরনের বিস্ফোরক ব্যাটারের প্রয়োজন আছে।’
একদিনের ক্রিকেটে হতাশাজনক ফর্ম সত্ত্বেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদব ২০২৩ আইপিএলে দারুণ একটা মরশুম কাটিয়েছেন। ২০২৩ আইপিএল মরশুমে ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’ ৪৩.২১ গড়ে এবং ১৮১.১৪ স্ট্রাইক রেটে ৬০৫ রান করেছিলেন। তবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর প্রত্যাবর্তন এই বছর আরও হ্রাস হয়েছে। সাতটি ম্যাচে তাঁর গড় মাত্র ৮.১৬। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের সাফল্যকে সম্বোধন করে মঞ্জরেকর বলেছেন, ‘সূর্যকুমার যাদবের ব্যাপারটি হল যে তিনি একজন দুর্দান্ত টি-টোয়েন্টি ব্যাটসম্যান, আপনি এমন কিছু করতে চান না যা তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ট্র্যাক থেকে দূরে সরিয়ে দেয় যেখানে তিনি ভবিষ্যতের ব্যাটসম্যানের মতো ব্যাটিং শ্রেষ্ঠত্বে পৌঁছেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা একদিনের ক্রিকেটে তাঁর ডাক আউট গুলো দেখেছি। আমার মনে হয় সে টি টোয়েন্টি ফর্ম্যাটেও শুরুর দিকে এমনটা করেছিল। তবে এখন তাঁকে এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে দেখতে চাই। ভারতীয় দলের ৫০ ওভারের ম্যাচে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’
For all the latest Sports News Click Here