ODI-এ সবথেকে কম ওভারে রান তাড়া করা, ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নয়া কৃতিত্ব
শুভব্রত মুখার্জি: চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ রীতিমতো জমে উঠেছে। এই মুহূর্তে সিরিজের ফল হয়েছে ১-১। মুম্বইয়ে প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল প্রথম ম্যাচ। পাঁচ উইকেটে ভারত সেই ম্যাচ জেতার পরে বিশাখাপত্তনমে এ দিন রীতিমতো দুরমুশ হতে হল তাদের। ১০ উইকেটের বিরাট ব্যবধানে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। পাশাপাশি এ দিন মাত্র ১১ ওভারেই রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে তারা। অজিদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সবথেকে কম ওভারে রান তাড়া করে জয়ের ক্ষেত্রেও জায়গা করে নিয়েছে এই ম্যাচ।
আরও পড়ুন… ভিডিয়ো: ভালো শুরু করেও আউট বিরাট, হতাশ জাদেজা বিরত করলেন রিভিউ নেওয়া থেকে
সব থেকে কম ওভারে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে প্রথমে রয়েছে ২০০৪ সালের অস্ট্রেলিয়া বনাম আমেরিকা ম্যাচ। ওই ম্যাচে ৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ম্যাচ জিতে নিয়েছিল অজিরা। দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৩ সালের অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের পার্থের ম্যাচ। ওই ম্যাচে ৯.২ ওভারে এক উইকেট হারিয়ে ৭১ রান করে ম্যাচ জিতেছিল অজিরা। আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আজকের অর্থাৎ বিশাখাপত্তনমের ম্যাচ।এই ম্যাচে ভারত ১১৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১১ ওভারে বিনা উইকেট হারিয়ে ১২১ রান করে ম্যাচ জয় নিশ্চিত করে অজিরা। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০০৩ সালের সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। সেই ম্যাচে ১২.২ ওভারে বিনা উইকেটে ১১৮ রান করে ম্যাচ জিতেছিল অজিরা।
আরও পড়ুন… সামনের মরশুম থেকেই কি ISL-এ অবনমন বাস্তব হবে? জোরালো সওয়াল সভাপতি কল্যান চৌবের
বিশাখাপত্তনমে এদিন বল হাতে রীতিমতো আগুন ঝরান অজি পেসার মিচেল স্টার্ক। তিনি আট ওভার বোলিং করে দেন ৫৩ রান পাশাপাশি তুলে নেন পাঁচটি উইকেট। রোহিত শর্মা,শুভমন গিল, সূর্যকুমার যাদব,কেএল রাহুল এবং মহম্মদ সিরাজকে এদিন প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি।ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। ফলে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যেতে হয় ভারতীয় দলকে। সেই রান তাড়া করতে নেমে বিনা উইকেটে মাত্র ১১ ওভারেই ১২১ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা। ৩০ বলে ৫১ করে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। অপর ওপেনার মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থেকে যান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here