NZ vs SL: সাউদির ৫ উইকেটে শ্রীলঙ্কাকে নাগালে বেঁধেও ঘরের মাঠে ব্যাকফুটে কিউয়িরা
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের শেষে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে বড় রান তোলার ইঙ্গিত দিচ্ছিল। যদিও দুই কিউয়ি পেসার দ্বিতীয় দিনে দ্রুত সিংহলিদের লেজ ছেঁটে ফেলেন। ফলে নিউজিল্যান্ডের নাগালের বাইরে নিজেদের প্রথম ইনিংস টেনে নিয়ে যেতে পারেনি শ্রীলঙ্কা। তবে পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড স্বস্তিতে রয়েছে, এমনটাও বলা যাবে না মোটেও। দ্বিতীয় দিনের শেষে ক্রাইস্টচার্চ টেস্ট যে জায়গায় দাঁড়িয়ে, তাতে পাল্লা শ্রীলঙ্কার দিকেই কিছুটা ভারি বলে মনে হচ্ছে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৩০৫ রান তোলে। তার পর থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৫৫ রানে। সুতরাং, দ্বিতীয় দিনে ৫০ রান যোগ করে শেষ ৪টি উইকেট হারিয়ে বসে দ্বীপরাষ্ট্র।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে কুশল মেন্ডিস ৮৭, দিমুথ করুণারত্নে ৫০, অ্যাঞ্জেলো ম্য়াথিউজ ৪৭, ধনঞ্জয়া ডি’সিলভা ৪৬, দীনেশ চণ্ডীমল ৩৯, কাসুন রজিথা ২২, ওশাদা ফার্নান্ডো ১৩, প্রবথ জয়সূর্য ১৩, লাহিরু কুমারা অপরাজিত ১৩, অসিথা ফার্নান্ডো ১০ ও নিরোশন ডিকওয়েলা ৭ রান করেন।
আরও পড়ুন:- MI vs DC WPL 2023: দল হারলেও দুরন্ত ফিল্ডিংয়ে চমকে দিলেন জেমি, দাবি জানালেন সেরা ক্যাচের- ভিডিয়ো
নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে টিম সাউদি ৬৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ম্যাট হেনরি ৮০ রান খরচ করে ৪টি উইকেট পকেটে পোরেন। ১৭ রানে ১টি উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল। উইকেট পাননি ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার ও ডারিল মিচেল।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। টম লাথাম ওপেন করতে নেমে ৬৭ রান করেন। ৩০ রান করে সাজঘরে ফেরে অপর ওপেনার ডেভন কনওয়ে। সস্তায় আউট হন কেন উইলিয়ামসন (১) ও হেনরি নিকোলস (২)। উইকেটকিপার টম ব্লান্ডেল ৭ রানে মাঠ ছাড়েন। দিনের শেষে ডারিল মিচেল অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪০ রানে। ৯ রান করে নট-আউট থাকেন ব্রেসওয়েল।
আরও পড়ুন:- ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই মাতৃবিয়োগ প্যাট কামিন্সের, শোক প্রকাশ ক্রিকেটমহলের
আপাতত প্রথম ইনিংসের নিরিখে এখনও শ্রীলঙ্কার থেকে ১৯৩ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। হাতে রয়েছে মাত্র ৫টি উইকেট। শ্রীলঙ্কার অসিথা ফার্নান্ডো ও লাহিরু কুমারা ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন কাসুন রজিথা। উইকেট পাননি ডি’সিলভা, ম্য়াথিউজ ও জয়সূর্য।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here