NZ vs SL: বাইশ গজে অবাক কাণ্ড! বেইলের ব্যাটারি শেষ, আউট হয়েও আউট হলেন না ব্যাটার
আউট হয়েও আউট হলেন না ব্যাটসম্যান! নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। বেইলের ব্যাটারি খারাপ থাকার কারণে আউট হয়েও মাঠ ছাড়তে হল না তাঁকে। ফলে উইকেটে থাকার আরও একটি সুযোগ পেলেন ব্যাটসম্যান। নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে একটি অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল। যখন ব্যাটসম্যানকে বেইলের দুর্বল ব্যাটারির কারণে তৃতীয় আম্পায়ার নট আউট বলে ঘোষণা করেন। হ্যাঁ, আজকের আগে ক্রিকেট মাঠে এমন ঘটনা ঘটতে দেখেননি বা শোনেননি কেউ। নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি অকল্যান্ডে খেলা হয়েছিল। সেখানে স্বাগতিকরা ১৯৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছিল শ্রীলঙ্কার ইনিংসের ১৮তম ওভারে। তখন টিকনারের এই ওভারের চতুর্থ বলে মিড-উইকেটের দিকে বল হিট করে দুই রান নেওয়ার চেষ্টা করছিলেন করুণারত্নে, কিন্তু প্রম্পট কিউয়ি ফিল্ডারদের সামনে তা সম্ভব হয়ে ওঠেনি। করুণারত্নে দ্বিতীয় রানের জন্য দৌড়েছিলেন, কিন্তু নন-স্ট্রাইকার শেষে ফিরে আসার সময় টিকনারের হাতে রানআউট হন। আম্পায়ার তাৎক্ষণিকভাবে তার সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। রিপ্লেতে দেখা গেছে যে টিকনার উইকেটে বল টাচ করার আগে করুণারত্নে ক্রিজের ভিতরে আসতে পারেননি, কিন্তু ততক্ষণে বেলের আলোও জ্বলে ওঠেনি। যে কারণে করুণারত্নেকে নট আউট ঘোষণা করা হয়েছিল। এমন ঘটনা যে ঘটবে তা চামিকা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। এর পরে টিভি ধারাভাষ্যকার অনুমান করেছিলেন যে টিকনার আগেই বেইল ফেলেছিলেন। কোনও কারণে বেইলের আলো জ্বলেনি। এ কারণে আম্পায়ার আউট দেননি। টিকনার অন্যান্য বেইল এবং স্টাম্প ছিটকে দিলে আলো জ্বলে ওঠে।
আরও পড়ুন… কেন বিয়ে ভাঙল, ব্যক্তিগত প্রশ্নের সোজাসুজি উত্তর দিলেন শিখর ধাওয়ান
ক্রিকেটে ব্যবহৃত স্টাম্প চার্জ করা হয়। এই কারণে, বেইল গুলি উইকেট থেকে আলাদা হলে আলো জ্বলে ওঠে। কিন্তু, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বেইলে কিছু সমস্যা ছিল বলেই এমনটা হয়েছিল বলে মনে করা হচ্ছে। যে কারণে উইকেট থেকে বেইল ছিটকে গেলেও আলো জ্বলেনি। নিয়ম অনুযায়ী আলো যখন কাজ করেনি, তখন ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়নি।
আরও পড়ুন… ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ব্যস্ত রোহিত-হার্দিকরা, দেখে নিন টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি
এই ম্যাচের বেইল সংক্রান্ত একটি ঘটনা নিউজিল্যান্ডের ইনিংসের সময়ও ঘটেছে। অ্যালেন যখন ৬ বলে ৯ রান করে ক্রিজে ছিলেন, তখন রাজিথার উচ্চ গতির বল পিচে পড়ে অফ স্টাম্পে আঘাত করে। বল আঘাত করার শব্দও ছিল, তারপরে স্পার্ক স্পোর্টের হয়ে ধারাভাষ্যকারী ক্রেগ ম্যাকমিলান সাহসী হয়ে চিৎকার করে উঠলেন। যাইহোক, কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে গেল যে অ্যালেন প্যাভিলিয়নে ফিরবেন না কারণ বেইল মাটিতে পড়েনি। এরপর অ্যালেন স্থির ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন। ৪৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ৫টি চার ও ২টি ছক্কা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here