NZ vs IND: বৃষ্টির সম্ভাবনা ৯১ শতাংশ,ভারতীয় দলে বদলের সম্ভাবনা,সূর্যকে বসতে হবে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তিনশোর উপর রান করেও মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতকে। ৭ উইকেটে বাজে ভাবে হেরেছিল শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। যে কারণে ভারতের কাছে দ্বিতীয় ম্যাচটি এখন মরণ বাঁচন। হারলেই সিরিজ হাতছাড়া।
এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে কোনও ভুল করতে চাইছে না শিখর ধাওয়ান ব্রিগেড। তবে বোলাররা যদি আগের ম্যাচের মতো খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখে, তবে কপালে দুঃখ আছে ভারতের। এ দিকে দ্বিতীয় ম্যাচের আগে চিন্তার বড় কারণ হয়ে উঠেছে বৃষ্টি। দুই দলের কাছেই বৃষ্টি চিন্তার হলেও, ভারতের কাছে বেশি চিন্তার। কারণ সিরিজে কামব্যাক করতে গেলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে।
বৃষ্টির সম্ভাবনা কতটা?
২৭ নভেম্বর অর্থাৎ রবিবার হ্যামিলটনে বৃষ্টির সম্ভবনা থাকবে ৯১%। ম্যাচের মধ্যে বৃষ্টি হবে। তবে টানা বৃষ্টি হবে না। টি-টোয়েন্টি সিরিজেও দেখা গিয়েছিল একই ছবি। তবে মনে করা হচ্ছে, বৃষ্টি ম্যাচের প্রায় চার ঘণ্টা বরবাদ করতে পারে। তার পর হয়তো বন্ধ হয়ে যেতে পারে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি ব্যাঘাত ঘটায়। তৃতীয় ম্যাচেও একই ছবি, ভেস্তে গিয়েছিল ম্যাচ।
ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি না হওয়ায়, এ বার দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি চাইছেন না বিশেষ করে ভারতের সমর্থকেরা। যদি ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টি হয়, তা হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ হবে। আর যদি একটাও বল খেলা না হয়, সে ক্ষেত্রে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে। যেহেতু ওডিআই ম্যাচ, তাই সেটি ভেস্তে যাওয়ার সম্ভবনা কম।
ভারতের দলে পরিবর্তনের সম্ভাবনা
সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দুরন্ত ফর্মে থাকলেও, একদিনের আন্তর্জাতিকে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ সাতটি ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ২৭। তবে তাঁকে দুম করে একটি ওডিআই খেলিয়ে বসিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে, তা নিয়ে সন্দেহ রয়েছ।
ভারত আগের ম্য়াচে হেরেছে মূলত বোলিং বিভাগের ব্যর্থতার জন্য। তিনজন ফাস্ট বোলারই প্রচুর রান দিয়েছেন। অনেকে মনে করছেন, সূর্যকে বসিয়ে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে দীপক হুডাকে দলে রাখা হতে পারে। শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে দীপক চাহারকে। যুজবেন্দ্র চাহালের জায়গায় কি দলে ঢুকতে পারেন কুলদীপ যাদব?
ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব বা দীপক হুডা, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর বা দীপক চাহার, উমরান মালিক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব।
For all the latest Sports News Click Here