NZ vs BAN: চতুর্থ কিউয়ি হিসেবে ৩০০ ক্লাবে নাম বোল্টের, ১২৬ রানেই শেষ বাংলাদেশ
প্রথম দিনে ডেভন কনওয়ে এবং টম লাথামের দাপটে এমনিতেই এগিয়ে ছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফেরানোর দিকে বড় পা বাড়িয়ে রাখল কিউয়িরা। কিউয়িদের প্রথম ইনিংসে ৫২১ রানের জবাবে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে দিনের শুরুর দিকেই গতকাল রাতে ৯৯ রানে অপরাজিত থাকা কনওয়ে, নিজের শতরান পূর্ণ করে ১০৯ রানে আউট হয়ে যান। তবে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন টম লাথাম নিজের অসাধারণ ইনিংস চালিয়ে যান। শেষমেশ ২৫২ রানে থামে তাঁর দুরন্ত ইনিংস। রস টেলর, নিজের শেষ টেস্ট ম্যাচে ২৮ রানেই সাজঘরে ফেরেন। শেষের দিকে টম ব্লান্ডালর ঝোড়ো অর্ধশতরানের (৬০ বলে ৫৭) সুবাদে কিউয়িরা ছয় উইকেটের বিনিময়ে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম এবং গত ম্যাচের নায়ক এবাদত হোসেন, দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ভরাডুবি টাইগারদের। মাত্র ২৭ রানে পাঁচ উইকেট হারায় ওপার বাংলার দল। অধিনায়ক মমিনুল হক এবং ওপেনার মহম্মদ নইম শূন্য রানে সাজঘরে ফেরেন। তবে ষষ্ঠ উইকেটে ইয়াসির আলি ও নুরুল হাসানের পার্টনারশিপ দলকে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করে। নুরুল ৪১ রানে আউট হওয়ায় ৬০ রানের পার্টনারশিপ ভাঙে। ইয়াসির ৫৫ রান করেন। বাকি ব্যাটাররা কেউই বলার মতো রান করেননি।
নিউজিল্যান্ডের হয়ে নিজের টেস্ট কেরিয়ারের নবম পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি চতুর্থ কিউয়ি হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার গণ্ডিও টপকে গেলেন ট্রেন্ট বোল্ট। মাত্র ১২৬ রানেই অল আউট হয়ে দ্বিতীয় দিনের শেষে বিশাল ৩৯৫ রানে পিছিয়ে মমিনুলরা। বাংলাদেশ অল আউট হওয়ার পরেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। ফলে নিউজিল্যান্ড ফলো অন করাবে কি না, তা কালই জানা যাবে। মোটের ওপর বর্তমান পরিস্থিতির বিচারে কোনো দুর্ঘটনা ছাড়া বাংলাদেশের পক্ষে এই ম্যাচে পরাজয় রোখা প্রায় অসম্ভব।
For all the latest Sports News Click Here