NRR-এ আফগানদের টপকাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে কত ওভারে রান তাড়া করতে হবে ভারতকে?
ক্রমশ নেট রানরেটের গুরুত্ব বাড়ছে ভারতের কাছে। আপাতত যা পরিস্থিতি, তাতে স্কটল্যান্ড ম্যাচেই যদি নেট রানরেটের নিরিখে আফগানিস্তানকে ছাড়িয়ে যেতে হয়, তাহলে ভারতকে ৭.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে (স্কটল্যান্ড ১৬০ রান করেছে ধরে)।
আপাতত (নিউজিল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচ পর্যন্ত) ভারতের নেট রানরেট +০.০৭৩। নেট রানরেট +১.৪৮১। নিউজিল্যান্ডের নেট রানরেট +১.২২৯। সেই হিসাব অনুযায়ী, নিজেদের নেট রানরেট +১.০০০-তে নিয়ে যেতে ভারতকে ১১.৪ ওভারে রান তাড়া করতে হবে। আর যদি আফগানদের নেট রানরেট ছাপিয়ে যেতে হয়, তাহলে ৭.৪ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলতে হবে বিরাট কোহলিদের। এক্ষেত্রে স্কটল্যান্ড ১৬০ রান করবে বলে ধরা হয়েছে।
যদিও সেই নেট রানরেটের জটিল অঙ্ক কাজে আসবে যদি আফগানিস্তানের বিরুদ্ধে হেরে যায় নিউজিল্যান্ড। আপাতত গ্রুপে চতুর্থ স্থানে আছে ভারত। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আফগানদের ঝুলিতে চার ম্যাচে চার পয়েন্ট আছে। সেখানে চার ম্যাচে ছয় পয়েন্ট আছে কিউয়িদের। সহজ অঙ্কে নিউজিল্যান্ড যদি নিজেদের বাকি ম্যাচ (আফগানিস্তান) জিতে যায়, তাহলে আট পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে ভারতের সামনে কোনও সুযোগ থাকবে না। কারণ ভারতের আর দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচ জিতলেও ছয় পয়েন্টের বেশি হবে না।
সেই পরিস্থিতিতে ভারতকে একটাই প্রার্থনা করতে যাতে আফগানিস্তানের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। সেক্ষেত্রে কিউয়িদেরও পয়েন্ট হবে ছয়। ভারতও ছয় পয়েন্টে (নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতবে ধরে নিয়ে) থাকবে। আবার আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে যায়, তাহলে রশিদ খানদেরও পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট হবে। যে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ হবে আগামী ৭ নভেম্বর। সেক্ষেত্রে নেট রানরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই আফগানিস্তান জিতলেও বেশি রানে জিতলে আবার ভারতের বিপদ হবে। কারণ রশিদ খানদের নেট রানরেট অত্যন্ত ভালো। তাই ভারতকে স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে বিশাল বড় মার্জিনে জিততে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। আবার যেহেতু আফগানিস্তানের থেকে নিউজিল্যান্ডের নেট রানরেট কম, তাই সেমিফাইনালে যেতে রশিদদের বিরুদ্ধে জিততেই হবে কিউয়িদের।
For all the latest Sports News Click Here