Non Fiction TRP: সারেগামাপা গ্র্যান্ড ফিনালের আকাশ ছোঁয়া নম্বর, বাদবাকি কে কোথায়
চলতি সপ্তাহের সবচেয়ে বড় চমক নিসন্দেহে সারেগামাপা গ্র্যান্ড ফিনালের টিআরপি নম্বর। ৮.২ নম্বর পেয়ে টিআরপি তালিকায় একেবারে টপ করেছে। বরাবরই বাংলার এই মিউজিক রিয়েলিটি শো নিয়ে চর্চা থাকে পুরোদমে। কে কাকে টক্কর দিল, কার গানে বিচারকরা কেমন মন্তব্য করল, কাকে নিয়ে এই সপ্তাহেই বা হল ঠাট্টা-মস্করা, সবই দেখেন দর্শকরা। আর সেখানে গ্র্যান্ড ফিনালের টিআরপি যে ৮.২ হবে তা বলাই বাহুল্য।
‘সারেগামাপা’-র এই সিজনে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা ছিলেন বিচারকের আসনে। সঙ্গে ইমন চক্রবর্তী, জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে মেন্টর হিসেবে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবীর চট্টোপাধ্যায়। ফাইনালে কাবোকে হারিয়ে পদ্মপলাশ ও অস্মিতা ট্রফি জিতে নিলে সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়।
এদিকে সুপার সিঙ্গারের টিআরপি বড়ই বেহাল। ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ তাও সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে গিয়েছিল এতদিন ধরে সারেগামাপা-কে। তবে সুপার সিঙ্গার যাকে বলে মুখ থুবরে পড়েছে। মাত্র ৩.৩ টিআরপি নিয়েই ক্ষান্ত থাকতে হল শান, রূপম, মোনালিদের। সঞ্চালক যিশুও দর্শক টানতে ব্যর্থ। আরও পড়ুন: TRP-তে বালিঝড়কে হারিয়ে দিল মিঠাই! অনুরাগের ছোঁয়াকে কি টলাতে পারল জগদ্ধাত্রী?
আগামী সপ্তাহ থেকে এটাকে টিআরপিতে টক্কর দিতে হবে ডান্স বাংলা ডান্সকে। এক তো মহাগুরুর আসনে মিঠুন। আর বিচারকের আসনে ৩ বলিউড সুন্দরী মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঞ্চালকের আসনে অঙ্কুশও দুর্দান্ত। টিআরপি না আরও কমে যায়! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে নাচের ক্লিপিংস। আরও পড়ুন: ‘আমার বাবার মতো কেন হবে!’, ছেলে ঈশান কার মতো দুষ্টু প্রশ্নে মতানৈক্য যশ-নুসরতের
এক নজরে দেখুন নন-ফিকশনের টিআরপি তালিকা-
সারেগামাপা গ্র্যান্ড ফিনালে (৮.২)
সারেগামাপা (৬.১)
সুপার সিঙ্গার সিজন ৪ (৩.৩)
ঘরে ঘরে জি বাংলা (১.৪)
আরেকদিনে ঘরে ঘরে জি বাংলাতে সঞ্চালকের আসনে দেখা মিলছে অপরাজিতা আঢ্য আর ইন্দ্রাণী হালদারের। রান্নাঘর শেষ করে এই রিয়েলিটি শো শুরু হলেও এখনও সেভাবে কোনও কামাল দেখাতে পারেনি।
For all the latest entertainment News Click Here