NMAAC ইভেন্টে দর্শকাসনে গৌরীর সঙ্গে উদ্দাম নাচ শাহরুখের, এখনো দেখেননি সে ভিডিয়ো?
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMAAC)-এর উদ্বোধনের রেশ এখনও যেন কাটিয়ে উঠতে পারেননি হলি আর বলি তারকারা। একের পর এক ছবি-ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঞ্চে পারফর্ম করেন বরুণ ধারওয়ান, শাহরুখ খান, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো তারকারা। হাজির ছিলেন গরী খান, নিক জোনাস,দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান। দর্শকাসনে থাকা এই তারকাদের দেখা গেল বলিউডের আইকনিক সব গানের তালে তালে কোমর দোলাতে। এর আগে একটা ভিডিয়োতে দেখা গিয়েছিল গৌরী খানকে প্রিয়াঙ্কা চোপড়ার স্টেজ পারফরমেন্সের সময় নাচ করতে। আর এবারে স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা শাহরুখ নাচলেন গৌরীকে পাশে নিয়ে।
ভিডিওটি ডিজাইনার জোডি শেয়ার করেছেন, যিনি ইনস্টাগ্রামে NMAAC ইভেন্তে থেকে বেশ কিছু ছবি শেয়ার করে নেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা আমাদের প্রিয় এসআরকেরও দেখা পেয়েছি! তার মতো কেউ নেই।’ প্রসঙ্গত, অনুষ্ঠানের প্রথম দিনে, শাহরুখ খান (Shah Rukh Khan)কে স্ত্রী গৌরী খান (Gauri Khan) এবং সন্তান আরিয়ান খান (Aryan Khan) এবং সুহানা খান (Suhana Khan)-সহ তাঁর পরিবারের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে।
২য় দিন, শাহরুখ খান ‘ঝুমে জো পাঠান’-এ তার পারফরম্যান্সের মাধ্যমে NAMAAC গালা নাইটকে একেবারে মাতিয়ে রেখেছিলেন। পরে তাঁর সঙ্গে পারফর্ম করতে ডেকে নেন বরুণ আর রণবীরকেও।
গৌরী কিন্তু শাহরুখের চাইলহুড সুইটহার্ট। অভিনেতার প্রথম প্রেম। কেরিয়ারের শুরুর দিকেই বিয়ে করে নেন কিং খান। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী খান। ১৯৯৭ সালে জন্ম হয় বড় ছেলে আরিয়ানের। সুহানার জন্ম ঠিক তাঁর তিন বছর পর ২০০০ সালে। আর সারোগেসির মাধ্যমে জন্ম আব্রামের, ২০১৩ সালে। মাঝে শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতার খবর সামনে এসেছিল। আর তখন নাকি গৌরীর অঙুলি লেহনেই পিগি চপসকে সরতে হয়েছিল বলিউড থেকে!
যদিও সেসব কথা নিজেই তুলেছেন প্রিয়াঙ্কা ফের। হলিউডের এক পডকাস্ট শো-তে কারও নাম না নিয়েই জানিয়েছেন বলিউডে তাঁকে একঘরে করার চেষ্টা হয়েছিল। ‘নোংরা রাজনীতি’তে ক্লান্ত হয়েই তিনি সেই সময় হলিউডে আসার সিদ্ধান্ত নিয়েছি্লেন। তারপর নেট-নাগরিকদের দুইয়ে দুইয়ে চার করে গৌরী-করণদের নাম খুঁজে বের করতে সমস্যা হয়নি এই ঘটনার পিছনে। যদিও এসবে আদৌ কতটা সত্যটা আছে তা স্বয়ং প্রিয়াঙ্কাই জানেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here