Neena-Masaba: ১৯ বছরের মাসাবার সৎ বাবা হওয়া সহজ ছিল না, অকপট নীনার স্বামী বিবেক
আশির দশকে ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে বলি অভিনেত্রী নীনা গুপ্তার প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। বিবাহিত ভিভের সঙ্গে সহবাস করেন নীনা, এরপর তিনি অন্তঃসত্ত্বাও হন। তবে বউ-বাচ্চাদের ছেড়ে নীনাকে বিয়ে করতে রাজি ছিলেন না ভিভ। এরপর সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে মাসাবার জন্ম দেন নীনা। ১৯৮৯ সালে মেয়ের মা হন অভিনেত্রী। এরপর একার হাতেই মেয়েকে বড় করেছেন নীনা। সিঙ্গল মাদার হিসাবে সহজ ছিল না সেই সফর।
স্রেফ একটি পদবি পাওয়া জন্য কিংবা অর্থনৈতিক দিক থেকে নিরাপত্তা পেতে বিয়ে করবার পক্ষপাতী ছিলেন না নীনা। এরপর তাঁর জীবনে আসেন বিবেক মেহরা। ভালো বন্ধু বিবেককে ২০০৮ সালে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন মাসাবার বয়স, ১৯। সৎ মেয়ের সঙ্গে কেমন সম্পর্ক বিবেকের?
এক পুরোনো সাক্ষাৎকারে পেশায় চাটার্ড অ্যাকাউন্টান্ট বিবেক জানান, ‘মাসাবর সঙ্গে আমার বন্ডিং দুর্দান্ত। আজকাল ওর সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনা হয়। কাজের কথা বলি আমরা, আমার কথা সবসময় শোনে মাসাবা। এটাই প্রমাণ ও আমাকে ভরসা করে।’ বয়ঃসন্ধিকালের দোরগোড়ায় থাকা কোনও মেয়ের বাবা হওয়া মোটেই সহজ নয়। তবে নীনাকে বিয়ে করবার আগে প্রায় ৪-৫ বছর অভিনেত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিব বিবেকের। তাঁকে বরাবার পছন্দ করত মাসাবা, জানান নীনার স্বামী।
১৯৮২ সালে ‘সাথ সাথ’ ছবির সঙ্গে অভিনয় সফর শুরু নীনার। এরপর ‘মান্ডি’, ‘দৃষ্টি’, ‘সূরজ কা সাতবা ঘোড়া’-সহ অন্যধারার একাধিক ছবিতেন অভিনয় করে ইন্ডাস্ট্রিতে দাগ কেটেছিলেন নীনা। যদিও সেইভাবে কাঙ্খিত সাফল্য পাননি। তবে অভিনেত্রীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, ‘বধাই হো’। কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে অনেক বেশি জনপ্রিয়তা কুড়োচ্ছেন নীনা গুপ্তা। একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে মা-মেয়েকেও। নেটফ্লিক্সের ‘মাসাবা মাসাবা’ সিরিজে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে মা-মেয়েকে। গত মাসেই মুক্তি পেয়েছে এই সিরিজের দ্বিতীয় সিজন। এমনকিতে মাসাবা গুপ্তা বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিডাইনার। আরও পড়ুন- ‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করো না, আমি ফল ভুগেছি’, বিস্ফোরক নীনা গুপ্তা
প্রসঙ্গত, নিজের বাবার থেকে কোনওদিনই মেয়েকে দূরে রাখেননি নীনা। ভিভের সঙ্গে মাসাবার যোগাযোগ রয়েছে পুরোমাত্রায়। সময় পেলেই বাবার সঙ্গে দেখা করতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যান মাসাবা। নীনার কথায়, ‘আমি কোনওদিন ভিভকে নিয়ে মেয়ের মন বিষিয়ে দিইনি।
For all the latest entertainment News Click Here