NCB-র হাতে গ্রেফতার সুশান্তের ‘ড্রাগ লর্ড’ প্রতিবেশী, এবার কি রহস্য উন্মোচন হবে?
সাহিল শাহ আলিয়াস ফ্ল্যাকো, অভিযুক্ত ড্রাগ লর্ড ও প্রাক্তন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রতিবেশী, যিনি গায়েব ছিলেন বিগত আট মাস ধরে, গ্রেফতার হলেন নারকোটিক্স কনট্রোল ব্যুরো (NCB)-র অফিসারদের হাতে।
এনসিবির অফিসাররা জানিয়েছেন তাঁরা ফ্ল্যাকো (৩১)-কে জেরা করবেন করবেন, গত বছর দুই অপরাধীকে মাদক সমেত গ্রেফতার করা নিয়ে। ৩১০ গ্রাম গাঁজা নিয়ে আটক করা হয় ২০২১ সালের এপ্রিল মাসে গণেশ শেরে ও সিদ্ধান্ত আমিনকে। শেরে তখন তত্য দিয়েছিল ফ্ল্যাকোর ব্যাপারে। এনসিবি মালাডে তাঁর ফ্ল্যাটে সেই সময় তল্লাশিও চালায়, কিন্তু হতে আসেননি এই ‘মাদক ভগবান’!
বুধবারে রাতে অবশ্য নিজেই আসেন এনসিবি অফিসে, এবং আত্মসমর্পণ করেন। এতদিন নিজের অভিনেত্রী স্ত্রীর সাথে দুবাইতে ছিলেন তিনি। সদ্য দেশে ফিরেছেন।
এনসিবি আধিকারিকরা জানিয়েছেন তাঁরা যখন সুশান্তের কেসে ২০২০ সালে করণ আরোরা আর আব্বাস লাখানিকে গ্রেফতার করেছিলেন তখনও নাম উঠেছিল এই ফ্ল্যাকোর। কিন্তু সে বাইরে থাকায় এনসিবির পক্ষে বেশি কিছু করা সম্ভব হয়নি, বরং ভারতে ছড়িয়ে থাকা অপরাধীদের দিকেই নজর দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। মৃত্যু রহস্য বাড়তে থাকে দিন কাটার সঙ্গে সঙ্গে। অভিনেতার হয়ে বিচার চাইতে দেখা যায় তাঁর অনুরাগীদের। আপাতত এনসিবি, সিবিআই থেকে ইডি, সুশান্তের হত্যারহস্যের তদন্ত করছে তিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
For all the latest entertainment News Click Here