NABC-এর অব্যবস্থা নিয়ে সরব, রাত পোহাতেই হ্যাক জয়তীর ফেসবুক পেজ!
বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে যে জিনিস নিয়ে চর্চা চলছে তার অন্যতম জল NABC বা নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের দুরব্যবস্থা। এবারে যে যে শিল্পীরা সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে জয়তী চক্রবর্তী সকলকেই চরম হেনস্থার শিকার হতে হয়। এরপরই কিছুদিন আগে প্রথম লাইভে এসে গোটা ঘটনার বিরোধিতা করেন জয়তী চক্রবর্তী। নিজের সমস্ত ক্ষোভ উগড়ে দেন সমাজমাধ্যমে। তারপরই ভাইরাল হয় অজয় চক্রবর্তীর করা একটি মেইলের স্ক্রিনশট। এরপর একে একে সরব হতে থাকেন বিভিন্ন বাঙালি শিল্পীরা। অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিদিপ্তা চক্রবর্তী, সহ অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এরই মধ্যে জানা গেল ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে জয়তীর।
ফেসবুকে সেদিন তিনি লাইভে এসে বিস্তারিত ভাবে জানিয়েছিলেন যে তাঁদের ঠিক কোন কোন অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। হোটেলের ঘর থেকে খাবার, মাইক টেস্টিং, সহ কোন কোন বিপদে তাঁরা পড়েছিলেন সবিস্তারে তিনি সেখানেই সবটা বলেছিলেন। ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আয়োজকদের বিরুদ্ধে। কিন্তু আচমকাই গায়িকার সেই লাইভ উধাও! বদলে গিয়েছে তাঁর প্রোফাইল পিকচারও। প্রতিবাদের পরই এই ঘটনা কি নিছকই কাকতালীয়?
জয়তী চক্রবর্তীর পেজে গেলে এল পুরুষের মুখ দেখা যাচ্ছে প্রোফাইল পিকচার হিসেবে। লাইভ পর্যন্ত উধাও! অনেকেরই মতে NABC -এর বিরুদ্ধে মুখ খোলার মাশুল তাঁকে এভাবেই দিতে হচ্ছে। কেউ জেনে বুঝে, ইচ্ছেকৃত ভাবে হ্যাক করেছেন তাঁর পেজটি। এদিন শকুন্তলা সেন সহ আরও বেশ কয়েকজন গোটা বিষয়টি সামনে নিয়ে আসেন। এবং জানান জয়তী চক্রবর্তীর ফেসবুক পেজ হ্যাক হয়েছে। সেখানে স্পষ্টতই লেখা হয়, ‘বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর ফেসবুক পেজ আজ সকালে হ্যাক হয়েছে। সদ্য সমাপ্ত NABC -এ বাংলার অন্যান্য বিশিষ্ট শিল্পীরা যে ক্ষুব্ধতার মুখোমুখি হয়েছিলেন তার বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছিলেন এই গায়িকা চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে । জয়তী চক্রবর্তীর ফেসবুক লাইভ ভিডিওটিও হ্যাকিংয়ের পর ডিলিট করা হয়েছে। আমরা ফেসবুক ইন্ডিয়া এবং ফেসবুককে অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব পেজ এবং ভিডিও পুনরুদ্ধার করার জন্য। এই ধরনের সাইবার ক্রাইমের প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে এই বার্তাটি আপনার ওয়ালে শেয়ার করুন।’
জয়তী সেদিন তাঁর লাইভে এসে গোটা ঘটনা জানানোর পর অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। তাঁর ভক্ত থেকে শিল্পী সকলের দাবি একটাই, আয়োজকদের ক্ষমা চাইতে হবে। নইলে শিল্পীরা এই সংগঠনকে বয়কট করবেন। এখন দেখার পালা এটাই যে NABC -এর সদস্যরা ঠিক কী করেন।
For all the latest entertainment News Click Here