MPL 2023: ধীরজ-আজিমদের লড়াইয়ে হোঁচট খেল শীর্ষে থাকা টাইটান্স, ১২ রানে জয় জেটসের
ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্স। তার পর বোলারদের লড়াই। শেষ পর্যন্ত ঈগল নাসিক টাইটান্সকে হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল রত্নগিরি জেটস। ঈগল নাসিক টাইটান্সকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল জেটস। ১২ রানে জয় ছিনিয়ে নেয় রত্নগিরি জেটস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০০ রানের বড় ইনিংস গড়ে রত্নগিরি জেটস। ম্যাচের শুরুতেই আজিম কাজি (৮ বলে ১৪ রান) সাজঘরে ফিরে গেলেও, দ্বিতীয় উইকেটে হাল ধরেন ধীরজ ফাটাংরে এবং প্রীতম পাতিল। ধীরজ ৫১ বলে ৭০ রান করেন। প্রীতম ১৯ বলে ৩৩ রান করেন। চারে নেমে নিখিল নায়েক ২৮ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দিব্যাং হিঙ্গাঙ্কার ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। কিরণ চোরমালে ৫ বলে অপরাজিত ১৮ করেন। টাইটান্সের হয়ে সমাধান পাগারে ২ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: পছন্দের জায়গায় খেলতে দিতে হবে, পাকিস্তানের আব্দার মানছে না ICC এবং BCCI- রিপোর্ট
জবাবে ব্যাট করতে নেমে বোলারদের লড়াইয়ে হালে পানি পায় রত্নগিরি জেটস। মন্দার ভান্ডারীর ৩৯ বলে ঝোড়ো ৭৪ রানের ইনিংসকে ব্যর্থ করে টানটান উত্তেজনার ম্যাচ জয় ছিনিয়ে নেয় জেটস। মন্দার ছাড়াও ধনরাজ শিন্ডে ছয়ে নেমে ২৩ বলে অপরাজিত ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: ল্যাবুশানকে সরিয়ে Test Ranking-এ শীর্ষে জো রুট, দুইয়ে কেন উইলিয়ামসন, রোহিতদের যন্ত্রণা বাড়িয়ে এক নম্বর বোলার অশ্বিনই
রাহুল ত্রিপাঠির ২০ বলে ২৪ রান, কুশল তাম্বের ১৭ বলে ২২ রান করেছিলেন। তবে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রানেই থেমে যায় ঈগল নাসিক টাইটান্সের ইনিংস। ১২ রানে জিতে ম্যাচ পকেটে পোড়ে রত্নগিরি জেটস। জেটসের হয়ে আজিম কাজি ব্যাটে সফল না হলেও, বল হাতে একাই ৩ উইকেট নিয়েছেন।
রত্নগিরি জেটস এবং ঈগল নাসিক টাইটান্স- দুই দলই ৪টি করে ম্যাচ খেলে ৩টি করে জিতেছে। একটি করে হেরেছে। দুই দলের পয়েন্টই ৬। তবে রানরেটে এগিয়ে থেকে টাইটান্স রয়েছে পয়েন্ট টেবলের শীর্ষে। দুইয়ে জায়গা করে নিয়েছে জেটস।
For all the latest Sports News Click Here