Mon Phagun: ঋষি-পিহুর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, হাজির অঙ্কুশ-লগ্নজিতারা
ভ্যালেন্টাইনস ডে-তে ‘মন ফাগুন’-এর বিশেষ পর্ব। নাচগান…. হৈ-হুল্লোড়ে ভরপুর এক সন্ধ্যা নিয়ে হবে, ঋষি-পিহুর প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। এই বিশেষ এপিসোডে হাজির থাকবেন অঙ্কুশ, লগ্নজিতা চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়, দেবলীনা কুমার, সই ও বরফি প্রমুখ। প্রেমদিবসে গল্প বলবে ধারাবাহিকের এক ঘণ্টার এপিসোড।
১৪ ফেব্রুয়ারী। বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইনস ডে পর্দার ঋষি আর পিহুর। দুজনের অমতে বিয়ে হলেও এখন ঋষিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে পিহু। ঋত্বিক-অনুষ্কার বিয়ে দিয়ে কলকাতায় ফিরেছে ঋষি-পিহু। ঘরে ঢোকার মুখে ঋত্বিকের মা এবং বাবার কাছে বাধা পায় তারা। কী হবে এরপর? তা নিয়ে দর্শকের মনে কৌতুহলের শেষ নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি টানা এক ঘণ্টার মহাপর্ব দেখতে পাবে দর্শক।
‘মন ফাগুন’ ধারাবাহিকের এই বিশেষ পর্বের ঝলক রয়েছে চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে। পিহুর সঙ্গে নাচ করতে দেখা যাবে অঙ্কুশকে। বিশেষ পর্বে ঘরোয়া পার্টিতে নিজের ভূমিকাতেই অর্থাৎ অভিনেতা হিসেবেই দেখা যাবে অঙ্কুশকে। তিনি পিহুর ছেলেবেলার স্বপ্নের নায়ক! ‘পুষ্পা’র বিখ্যাত ‘সামে সামে’ গানের সঙ্গে নাচবেন তিনি। হাজির হবে ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের বরফি, সহচরী, দেবিনা-সহ আরও অনেকে।
ওদিকে প্রিয়াঙ্কা এই ভ্যালেন্টাইন্স ডে-তেই চায় তাঁর সঙ্গে ঋষির বাগদান হোক। পিহু কি পারবে প্রিয়াঙ্কার কাছ থেকে টুবাইদাকে বাঁচাতে? ঋষি কি এদিনই জেনে যাবে পিহু আসলে প্রিয়দর্শিনী? এসবটাই জানতে হলে দেখতে হবে ‘মন ফাগুন’-এর এক ঘণ্টার বিশেষ পর্ব।
For all the latest entertainment News Click Here