Mohun Bagan Transfer News: জল্পনায় সিলমোহর, অনিরুদ্ধ থাপা এলেন সবুজ মেরুনে
মোহনবাগানের ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হল অনিরুদ্ধ থাপার হাতে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল, যেখানে অনিরুদ্ধকে কিছু খুঁজতে দেখা যাচ্ছিল, পরে দেখা যায় অনিরুদ্ধ তাঁর সবুজ মেরুনের জার্সি খুঁজছিলেন। সেটি অবশ্য তাঁর আলমারিতে রাখা ছিল। পরে সেটি পরে নেন অনিরুদ্ধ থাপা। আসলে জল্পনায় সিলমোহর পড়ল। অনিরুদ্ধ থাপা শেষ পর্যন্ত এলেন সবুজ মেরুন।
আসন্ন মরশুমের জন্য ভালো দল গড়তে মরিয়া মোহনবাগান। আগামী মরশুমের জন্য অনিরুদ্ধ থাপাকে নিজেদের জালে তুলে নিল মোহনবাগান সুপার জায়েন্টস। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে নিজেদের দলে নিল শতাব্দী প্রাচীন ক্লাব। ২০২৪ পর্যন্ত চেন্নাইয়ান এফসির সঙ্গে চুক্তি ছিল অনিরুদ্ধ থাপার। তবে তার পরেও মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে দলে নিল মোহনবাগান। ফেডারেশনের এলিট অ্যাকাডেমিতে উঠে আসেন অনিরুদ্ধ। যদিও মোহনবাগানের পাশাপাশি অনিরুদ্ধকে মুম্বই সিটি এফসিও অনিরুদ্ধ থাপাকে টার্গেট করেছিল।
২০১৭-১৮ মরশুমে চেন্নাইয়িন এফসি-কে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনিরুদ্ধ থাপার। ওই মরশুমে এবং ২০১৯-২০ মরশুমে এআইএফএফ-র সেরা উদীয়মান পুরুষ ফুটবলারের সম্মানও পেয়েছিলেন অনিরুদ্ধ থাপা। জাতীয় দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। সামনে এএফসি কাপের ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার আগে স্প্যানিশ কোচ চাইছেন, শক্তিশালী দল গড়ে নিতে। তাই অনিরুদ্ধকে তড়িঘড়ি সই করানো হল। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ থাপা। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। অনিরুদ্ধ থাপা প্রচুর পরিশ্রম করতে পারেন এবং সঠিক পাস বাড়াতে পারেন। অনিরুদ্ধ থাপার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনিরুদ্ধ থাপাকে মোহনবাগানের ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে।
গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও গোল করার লোক খুঁজে পাওয়া কঠিন হয়েছিল। দিমিত্রি পেত্রাতোস ছাড়া কেউই তেমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। নতুন মরশুমে আরও শক্তিশালী হয়ে নামতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। এই তরুণ মিডফিল্ডারের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। তাঁকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুনের কোচ জুয়ান ফেরান্দো অনিরুদ্ধেকে নিয়ে বলেছেন, ‘আমি ওকে গত তিন বছর ধরে চিনি। কিন্তু বাগানের হয়ে খেলাটা একেবারে অন্য রকম। বল গেম খেলা হয়। অনিরুদ্ধে থাপাকে সেটা মাথায় রাখতে হবে।’
For all the latest Sports News Click Here