Mohan Juneja: প্রয়াত ‘কেজিএফ ২’ খ্যাত অভিনেতা, শোকস্তব্ধ ফ্যানেরা
বক্স অফিসে ধামাকেদার ব্যবসা করছে যশ অভিনীত কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’, সম্প্রতি ১০০০ কোটির মাইলফলকও ছুঁয়েছে। কিন্তু আনন্দ উদযপানের মাঝেই মন খারাপ করা খবর কেজিএফ পরিবার ও ভক্তদের জন্য। চলে গেলেন অভিনেতা মোহন জুনেজা (Mohan Juneja)। মাত্র ৫৪ বছর বয়সেই থামল তাঁর পথচলা। দক্ষিণী ছবির পরিচিত কৌতুকাভিনেতা মোহন জুনেজা। এদিন কেজিএফ-এর প্রযোজনা সংস্থা হোমবালে ফিল্মস-এর তরফে শোকবার্তা জারি করে মোহন জুনেজার মৃত্যুর খবর জানানো হয়।
শনিবার সকালেই মৃত্যু হয়েছে মোহন জুনেজার। দীর্ঘদিন ধরেই লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেঙ্গালুরুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না।
কেজিএফ’ পরিবারের তরফে শোকবার্তায় জানানো হয়েছে, ‘মোহনের পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। কন্নড় ছবির জগতে সেরা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। কেজিএফ পরিবারেরও সদস্য ছিলেন তিনি।’
দীর্ঘ ফিল্মি কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই কমেডিয়ান। কেজিএফ: চ্যাপ্টার ১’-এও তাঁর চরিত্র মুগ্ধ করেছিল। স্বল্প দৈর্ঘ্যের চরিত্রেও প্রাণ ঢেলে দিয়েছিলেন মোহন জুনেজা। কন্নড়ের পাশাপাশি তেলুগু, হিন্দি, তামিল, মালায়লাম ছবিতেও অভিনয় করেছেন তিনি। শঙ্কর নাগের ‘ওয়াল পোস্টার’ ছবির সঙ্গে অভিনয়ের দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন মোহন। ‘চেল্লাতা’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।
‘কেজিএফ’-এ প্রশংসিত হয়েছিল মোহনের অভিনয়। ছবির তুমুল সাফল্যের মাঝেই তাঁর প্রয়াণে শোকাহত কন্নড় ইন্ডাস্ট্রি থেকে লক্ষ লক্ষ কেজিএফ ফ্যান।
For all the latest entertainment News Click Here