MLC 2023 Points table: শেষ লিগ পর্ব, নাইটরা শেষে, MI ও সুপার কিংস কত নম্বরে
MLC 2023 Points table: আমেরিকায় অনুষ্ঠিত চলতি মেজর লিগ ক্রিকেট ২০২৩-এর ১৫ তম ম্যাচে, হেনরিখ ক্লাসেনের ব্যাটে ঝোড়ো সেঞ্চুরি দেখল গোটা ক্রিকেট বিশ্ব। মঙ্গলবার মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে সিয়াটল অর্কাস এবং এমআই নিউইয়র্কের মধ্যে ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান তাঁর লিগের সেঞ্চুরি পূর্ণ করে। মাত্র ৪১ বলে নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করন। এরপরে ৪৪ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলে নিজের দলকে জয়ী করেন। এটি ছিল লিগে ক্লাসেনের প্রথম সেঞ্চুরি।
হেনরিখ ক্লাসেনের এই ইনিংসের উপর ভর করে সিয়াটল অর্কাস জয়লাভ করে। ম্যাচের কথা বলতে গেলে, সিয়াটল অর্কাস দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে এমআই নিউইয়র্ক ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। নিকোলাস পুরান ৩৪ বল মোকাবেলা করে ৩ চার ও ৭ ছক্কায় ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। একই সময়ে অধিনায়ক কায়রন পোলার্ড ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।
এর জবাবে, হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরিতে ১৯.২ ওভারে লক্ষ্য তাড়া করে সিয়াটল অর্কাস ২ উইকেটের দুর্দান্ত জয় নিবন্ধন করে। ক্লাসেন ছাড়াও ওপেনার নোমান আনোয়ার ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। তবে এই দুইজন ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে কিছু করতে পারেনি। এই ম্যাচের মধ্যে দিয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম মরশুমের লিগের খেলা শেষ হল। এদিনের ম্যাচের পরে লিগ টেবিলের ছবিটাও পরিষ্কার হয়ে গেল।
চলুন দেখে নেওয়া যাক লিগ টেবিলের কী অবস্থা?
সিয়াটল অর্কাস পাঁচ ম্যাচ খেলেছে। এরমধ্যে তারা চারটিতে জিতেছে এবং একটি ম্যাচে হেরেছে। ফলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে শেষ করেছে সিয়াটল অর্কাস। তালিকার দুই নম্বরে রয়েছে টেক্সাস সুপার কিংস। পাঁচ ম্যাচের শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। লিগের ম্যাচে তারা তিনটি ম্যাচ জিতেছে এবং ২টি ম্য়াচ হেরেছে। তালিকার তিন নম্বরে রয়েছে ওয়াশিংটন ফ্রিডম। টেক্সাস সুপার কিংসের মতো তারাও লিগের ম্যাচে তিনটি জিতেছে এবং দুটি হেরেছে ও ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। লিগ টেবিলে চার নম্বরে রয়েছে এমআই নিউ ইয়র্ক। তাদের সংগ্রহ চার পয়েন্ট। তারা লিগে দুটি ম্যাচ জিতেছে এবং তিনটি ম্যাচ হেরেছে। সান ফ্রান্সিসকো ইউনিকনের পয়েন্টও চার। তবে তারা নেট রান রটের কারণে পিছিয়ে গিয়েছে এবং পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। লিগ টেবিলে সবার শেষে রয়েছে শাহরুখ খানের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। পাঁচ ম্যাচের শেষে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।
এমন অবস্থায় ২৭ জুলাই সিয়াটল অর্কাস ও টেক্সাস সুপার কিংস কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে। এরপরে ২৭ জুলাই এমআই নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডম এলিমিনেটরে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকেই চ্যালেঞ্জার্সে খেলার যোগ্যতা অর্জন করবে একটি দল। তারপরে সেখান থেকে ফাইনাল খেলার ছাড়পত্র পাওয়া যাবে। ৩০ জুলাই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দেখে নেওয়া যাক লিগ টেবিলের অবস্থান
সিয়াটল অর্কাসের পয়েন্ট ৮
টেক্সাস সুপার কিংসের পয়েন্ট ৬
ওয়াশিংটন ফ্রিডমের পয়েন্ট ৬
এমআই নিউ ইয়র্কের পয়েন্ট ৪
সান ফ্রান্সিসকো ইউনিকনের পয়েন্ট ৪
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পয়েন্ট ২
For all the latest Sports News Click Here