MLC-তে সব ম্যাচে হারার লজ্জা থেকে রেহাই পেল নাইট রাইডার্স, জিতল শেষবেলায়
আইপিএলে যেমন ব্যর্থতার মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স, মার্কিন মুলুকেও সেই ব্যর্থতা পিছু ছাড়েনি। সেখানেও ব্যর্থতার মুখে পড়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সুনীল নারিনের দল। কোনও ম্যাচে বোলিং ব্যর্থতা, আবার কোনও ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। কিছু না কিছু লেগেই ছিল নাইটদের। ফলে সাফল্য দরজা খুলতে পরেনি সুনীল নারিনের। পরপর চার ম্য়াচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে শাহরুখ খানের দল।
কিন্তু চতুর্থ ম্য়াচে দুর্দান্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। যদিও সেই ম্যাচ জিততে পারেনি তারা। তবে ম্যাচ শেষে রাসেল জানিয়ে দিয়েছিলেন, পঞ্চম ম্যাচে তারা ভালো কিছু করতে চলেছেন। এদিন ঠিক সেটাই হল। সিয়াটল অর্কাসের বিরুদ্ধে খেলতে নামে নাইটরা। আর সেই ম্য়াচে ৫ বল হাতে থাকতেই ২ উইতেটে জয় তুলে নিয়েছে সুনীল নারিনের দল। একেবারে শেষ ম্যাচে জয়ের মুখ দেখল তারা।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক সুনীল নারিন। প্রথমে ব্যাট করতে নেমে সিয়াটল অকার্স ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয়। তবে দুর্দান্ত ইনিংস খেলেন শেহআন জয়সূর্য। ৪৫ বলে ৬০ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
জবাবে ব্যাট করকে নেমে ফের ধাক্কা খায় নাইটের টপ অর্ডার। জেসন রয় (২), মালহোত্রা (২) এবং গজানন্দ সিং (৩) পুরোপুরি ভাবে রান করতে ব্যর্থ হন। তবে রিলি রসউ দুর্দান্ত ইনিংস উপহার দেন। ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও রাসেল ২৯ বলে ৩৭ রান করেন ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ১৯.১ ওভারে মাত্র ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ম্যাচের সেরা হয়েছেন রিলি রসউ।
ম্যাচ শেষে নাইট অধিনায়ক জানান, ‘যে কোনও ম্যাচ জিতলে ভালো লাগে। যদি একবার জয়ের রাস্তা দেখা যায়, তাহলে তা প্রতিদিন অনুসরণ করার পথ দেখতে হবে। আমরা হারলেও অনেক কিছু শিখেছি এবং সমর্থকদের ভালোবাসা অর্জন করেছি। আশা করি পরেরবার আমরা সব বাধা অতিক্রম করতে পারব এবং সাফল্য দেখতে পারব। সব সমর্থকদের ধন্যবাদ।’ ম্যাচের সেরা হয়ে রিলি রসউ বলেন, ‘যে কোনও জয় আনন্দ দেয়। এটা একেবারেই অন্য অনুভূতি। আজ আমার দিন ছিল। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি। পরেরবার আশা করছি এমনটা হবে না।’
For all the latest Sports News Click Here