Mithun-Yogita: ‘সারাদিন বউয়ের হাতে মার খাই’, স্বীকারোক্তি ‘গর্বিত’ মিঠুনের!
বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ডান্সার’ মিঠুনের তালে একটা সময় নেচেছে গোটা দেশ। তবে তিনি তাঁর আঙুলের ইশারায় নাচেন? সেই উত্তরটা সবার জানা। স্ত্রী যোগিতা বালিকে সর্বদা সমীহ করে চলেন অভিনেতা। এর আগেও প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন বউ তাঁকে বাড়ি থেকে ‘লাথি মেরে’ বের করে দিয়েছিল। এখানেই শেষ নয়, এবার ‘মহাগুরু’ ফের বেফাঁস পত্নীকে নিয়ে। জানালেন, রোজ নাকি বউয়ের হাতে মারধর খেতে হয় তাঁকে!
‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে আপাতত মহাগুরু হিসাবে রয়েছেন মিঠুন চক্রবর্তী। সঞ্চালক অঙ্কুশের সঙ্গে তাঁর খুনসুটি হামেশাই জারি থাকে। সদ্যই চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছে একটি ভিডিয়ো, সেখানে দেখা গেল মিঠুনের দিকে আঙুল উঁচিয়ে খুদে প্রতিযোগিকে অঙ্কুশ বলছেন, ‘ওই যে ওই ব্যক্তিকে দেখছিস, উনি বউয়ের হাতে সারাদিন মার খান’। অঙ্কুশের অভিযোগের জবাব অকপটে মিঠুন বলেন, ‘আমি গর্বিত আমি মার খাই। কারণ এটা যখন টেলিকাস্ট হবে… আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি?’
মিঠুনের কথা শুনে হাসি থামেনি শুভশ্রী, শ্রাবন্তী, মৌনিদের। মুচকি হেসে অঙ্কুশ বলে উঠেন, ‘সৎ মানুষ’। দর্শকাসনে বউয়ের পাশে বসে থাকা এক ব্যক্তির উদ্দেশে মিঠুনের বার্তা, ‘ও দাদা… আপনিও আমার দলে। দুজনেই মার খাই।’ বউয়ের হাতে মার খায় গর্বিত পুরুষ, এই বার্তা দিয়ে মিঠুন বলেন, ‘এটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে কষ্ট পাবেন না। সুপাস্টার হওয়ার পরে একবার পাঙ্গা নিয়ে ভুল করেছিলাম…’।
মিঠুন চক্রবর্তী যখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তখন তাঁকে একপ্রকার গড়ে তুলেছিলেন যোগিতা বালি। বলিউডে মিঠুনের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ছিলেন যোগিতা। গীতা বালির ভাইঝি যোগিতার আরও একটা পরিচয় রয়েছে তিনি কিশোর কুমারের প্রাক্তন স্ত্রী। ১৯৭৮ সালে কিশোরের সঙ্গে ডিভোর্সের পরের বছর মিঠুনকে বিয়ে করেন যোগিতা। এই জুটির চার সন্তান, তিন পুত্র- মহাক্ষয় চক্রবর্তী, উষ্মে চক্রবর্তী এবং নামাশী চক্রবর্তী এবং দত্তক কন্যা দিশানি। সম্পর্কে চড়াই-উতরাই এলেও গত ৪৪ বছর ধরে সংসার করছেন যোগিতা-মিঠুন। আজকাল খুব কম প্রকাশ্যে আসেন যোগিতা বালি, অন্তরালে থাকলেও মিঠুনের প্রতি পদক্ষেপের হাল হাকিয়ত সবই জানেন তিনি। মিঠুন সেই কথাই অকপটে মেনে নিলেন।
For all the latest entertainment News Click Here