Mithai Exclusive: স্লট ধরে রেখেও এপ্রিলে বন্ধ হচ্ছে মিঠাই? জবাব দিলেন পরিচালক
বৃহস্পতিবার থেকে কান পাতলেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গসিপ। এপ্রিলেই নাকি শেষ হচ্ছে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো ধারাবাহিক মিঠাই। বেশকিছু ফেসবুক গ্রুপে তো এমনটাও ছড়িয়ে পড়েছে ২৩শে এপ্রিলই নাকি শেষবার পর্দায় দেখা যাবে মিঠাই! দেখতে দেখতে দু-বছর দু-মাসের সফর পার করেছে সৌমিতৃষা কুণ্ডু-আদৃত রায়ের ‘মিঠাই’। এত লম্বা সময় পরেও জনপ্রিয়তার কমতি নেই। টিআরপির দৌড়ে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের ‘বালিঝড়’কে হেলায় হারাচ্ছে মিঠাইরানি। তবুও নতুন সিরিয়ালের আগমনের খবরে ‘মিঠাই’-এর উপর নাকি কোপ পড়বে এমনটাই রটনা।
এই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ‘মিঠাই’ ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের সঙ্গে। তাঁর কাছে প্রশ্ন রাখতেই সপাট জবাব এল, ‘আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না। একটা কথা তো ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না’।
প্রসঙ্গত, জি বাংলার নিজস্ব প্রোডাকশনের সিরিয়াল ‘মিঠাই’। অফিসিয়্যালি চ্যানেলের তরফে মিঠাই টিমের কাছে সিরিয়াল শেষের কোনও বার্তা আসেনি তা স্পষ্ট জানিয়ে দিলেন পরিচালক। তিনি আরও যোগ করেন, ‘মিঠাই শেষের গুঞ্জন নিয়ে এখন আর কিছু ভাবি না। রানি রাসমণিও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর চলল। এটাও এক বছর বন্ধ হবে হবে করে চলছে। টাইম স্লট চেঞ্জের সময়ও এই গুজব রটেছিল। লোকজনের এখন নতুন সিরিয়াল লঞ্চ হলেই মনে হয় মিঠাই শেষ হবে।’
একটানা বেঙ্গল টপার থাকার রেকর্ড রয়েছে ‘মিঠাই’-এর ঝুলিতে। একটা সময় রাত ৮টা মানেই টিভির সামনে জড়ো হয়ে ‘মিঠাই’ দেখতো গোটা বাংলা। এর মাঝেই ‘নিম ফুলের মধু’র আগমনে গত বছর স্লট বদল হয় আদৃত-সৌমিতৃষা অভিনীত মেগার। প্রাইম টাইম থেকে সরিয়ে পাঠানো হয় বিকেল ৬টায়। কিন্তু তাতেও এই সিরিয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একবিন্দু। একটানা সন্ধ্যে ৬টার স্লটে লিডার ‘মিঠাই’। চলতি সপ্তাহেও মিঠাই-এর টিআরপি ৫.৭, রয়েছে ১১ নম্বরে। সে জায়গায় জলসার নতুন মেগা ‘বালিঝড়’কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘মিঠাই’ ধারাবাহিকের ঘনিষ্ঠ একজন জানান, ‘আপতত মিঠাই শেষ হওয়ার কোনও আপটেড আমাদের কাছে নেই। এখনও পর্যন্ত মিঠাই প্রফিটে চলছে, হঠাৎ শেষ হওয়ার প্রশ্ন উঠছে কেন? বুঝতে পারছি না’। সুতরাং একটা ব্যাপার নিশ্চিত, ‘মিঠাই’-এর ভবিষ্যত নিয়ে এখনও কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল। নিঃসন্দেহে স্বস্তির নিশ্বাস ফেলবে ‘মিঠাই’ ভক্তরা।
আরও পড়ুন-‘মিঠাই’ নাকি এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে? সকাল-সকাল খারাপ খবরে ঘুম ভাঙল ভক্তদের
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here