Miss World 2021 জিতল পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা, জানুন গুণবতীর গুণের তালিকা
পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা জিতে নিলেন ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব। চলতি বছরে পুয়ের্তো রিকোতে আয়োজন করা হয়েছিল এই সৌন্দর্য প্রতিযোগিতার। মিস ওয়াল্ড ২০২১-র খেতাব উঠল ক্যারোলিনার মাথাতেই। আমেরিকার শ্রী শাইনি আসেন দ্বিতীয় স্থানে। ও তৃতীয় হন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মানসা বারাণসী, যিনি ভারতের হয়ে এবারে প্রতিনিধিত্ব করছিলেন সৌন্দর্য প্রতিযোগিতায় টপ ১৩-তে নাম থাকলেও, পৌঁছতে পারেননি টপ ৬-এ।
Miss World Organisation-র অনুসারে বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন এবং তাঁর ইচ্ছে আছে পিএইচডি করার। সাথে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি পোস্টে জানানো হয়, ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সাথে যুক্তও আছেন তিনি। তাঁর বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, নাম Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয় অবিরত। এই সমস্যা নিয়ে জনগনের মধ্যে সচেতনাতা বাড়ানোর প্রয়াস করা হয়। প্রতি রবিবার এই প্রোজেক্টের মাধ্যমে গরম খাবার, জল, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।
Miss World Organisation-র পেজ অনুসারে, এরমধ্যে অনেকের পক্ষে করোনা ভ্যাকসিনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করা সম্ভব ছিল না। সরকারের সাথে কথা বলে সমস্ত কাজ করে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।
For all the latest entertainment News Click Here