Mishmee Das: অভিনয়ের থেকে লম্বা বিরতি, গোয়ার বিচে কার সাথে দেখা গেল মিশমিকে?
এই পথ যদি না শেষ হয়’-র থেকে বিদায় নিয়েছেন রিনি মিশমি দাস। অভিনয়ের থেকে সাময়িক বিরতির কথাও জানিয়েছেন এর আগেই। এবার গোয়ার সমুদ্রতট থেকে শেয়ার করে নিলেন ছবি। আপাতত সেখানেই আছেন মিশমি।
মিশমি ‘দিদি নম্বর ১’-এ হাজির হয়েছিলেন কলকাতা ছাড়ার আগে। সেখানেই জানিয়েছিলেন প্রেমিকের সঙ্গে কলকাতা ছাড়ছেন। যদিও গোয়ার নাম না করলেও জানিয়েছিলেন থাকবেন সমুদ্রের ধারে। ব্যস্ত সময় থেকে ছুটি নিয়ে নিজের সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন মিশমি। আপাতত ধ্যান, যোগাসন করে নিজের মনকে শান্ত রাখবেন তিনি। সঙ্গে প্রেমিক বিশাল ভন ও অভিনেত্রীর আদরের পোষ্য মোমো।
অনেকেই ভেবেছিলেন বিয়ের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছএন তিনি। তবে মিশমি দিদি নম্বর ১-এই জানিয়ে দেন– না, তিনি এখনি বিয়ে করছেন না। যেদিন করবেন সেদিন নিশ্চয়ই জানাবেন।
২০১৪ সালে ‘রাজযোটক’ ধারাবাহিক দিয়ে অভিনয়ের শুরু ৷ এরপর ‘প্রেমের ফাঁদে’, ‘গাছকৌটো’, ‘ফাগুন বউ’, ‘এই পথ যদি না শেষ হয়’, হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’-সহ একাধিক ধারাবাহিকে ছোট-বড় ভূমিকায় অভিনয় করেছেন৷ পা রেখেছেন বলিউডেও।
অভিনয় থেকে বিরতি নেওয়ার খবর জানিয়ে মিশমি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘টেলিভিশন আমাকে জীবনে সবকিছু দিয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি নিজের পরিশ্রমের উপর ভর করেই আজ এই জায়গা পৌঁছেছি। এই সফরে অনেক মানুষ আমার পথপ্রদর্শক হয়েছে, তোমরা জানো তোমরা কারা। এই অতিমারীর সময়ে জীবন, কাজ, কেরিয়ার- সবকিছুই খুব অনিশ্চিত। আমি সত্যিই সৌভাগ্যবান যে আমি ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিসতো কা মানঝা’ টিমের সঙ্গে কাজ করতে পেরেছি। টিনা আর রিনি আমার হৃদয়ের খুব কাছের।’
For all the latest entertainment News Click Here