Mirza Malik Show: উত্তেজিত সানিয়া গাইছে ‘আও রাজা’, অপ্রস্তুত শোয়েব! দেখুন ভিডিয়ো
টেনিস তারকা সানিয়া মির্জার গলাতে শোনা গেল নেহা কক্করের ‘আয়ো রাজা’। আর বউয়ের এই গুণ দেখে একেবারে চক্ষু চড়কগাছ হল ক্রিকেটার বর শোয়েব মালিকের। তাঁদের শো ‘মির্জা মালিক শো’-র নতুন প্রোমো এসেছে Emaxtv1-এর ইউটিউব চ্যানেলে।
এবারে সানিয়া-শোয়েবের অতিথি পাকিস্তানি অভিনেতা হুমায়ুন সাইদ। হুমায়ুনকে দেখা গিয়েছে নেটফ্লিক্সের চর্চিত শো ‘দ্য ক্রাউন’-এ। সেখানে তিনি প্রিন্সেস ডায়ানার প্রেমিক ডাক্তার হাসান্ত খানের চরিত্রে অভিনয় করেছিলেন।
শোয়েবকে বলতে শোনা যায়, ‘আপনাকে প্রিন্সেস ডায়ানার খুব ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে।’ আর তাতে হুমায়ুনের মস্করা, ‘ওটার জন্যই তো এতদিন স্ট্রাগল করছিলাম’। সানিয়ার প্রশ্ন, ‘কোনও প্রতিক্রিয়া পেলে?’ যাতে পাকিস্তানি অভিনেতা জবাব দেন, ‘হ্যাঁ অনেক মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি।’
এরপর শো-র গেম সেগমেন্টে গানের লিরিক্সকে নিজের মতো করে বোঝাবেন শোয়েব আর তা ধরতে হবে সানিয়া ও হুমায়ুনকে। আর শোয়েব যখনই বলে ‘দরজা নক না করে, সোজা ভিতরে চলে আসো’। শুনে উত্তেজিত সানিয়া বাজিয়ে ফেলে বাজার। আর গাইতে শুরু করে অক্ষয় কুমারের গব্বর সিনেমার সেই গান, ‘কুন্ডি মাত খরকাও রাজা, সিধা আন্দার আও রাজা’। এই গানটি গেয়েছিলেন সিনেমায় নেহা কক্কর ও হানি সিং।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই খবরে আছেন সানিয়া মির্জা আর শোয়েব মালিক। খবর ডিভোর্স হয়ে গিয়েছে তাঁদের। শুধুমাত্র ‘মির্জা মালিক শো’-র কারণে তা কাওকে জানাচ্ছেন না তাঁরা। ২০১০ সালে দুজনে বিয়ে করেছিলেন দুবাইতে। ২০১৮ সালে জন্ম হয়েছিল ছেলে ইজহানের। যদিও ডিভোর্স প্রসঙ্গে দুজনের কেউই মুখ খোলেননি প্রকাশ্যে।
খবর রয়েছে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন শোয়েব, যার জেরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া। তবে এই জল্পনা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন আয়েশ। তাঁর দাবি শোয়েবের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের।
For all the latest entertainment News Click Here