Mini: অসমবয়সী বন্ধুত্বের গল্প, দোলের দিন প্রকাশ্যে এল ‘মিনি’-এর প্রথম ঝলক
মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’। চলতি বছরের ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ‘মিনি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সঙ্গে অয়ন্না চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘সারদা মা’-র শিশু চরিত্রে কাজ করেছিল অয়ন্না।
দোল পূর্ণিমার পুণ্য তিথিতে প্রকাশ্যে এল ‘মিনি’ ছবির অফিসিয়াল পোস্টার। প্রথমবার মৈনাক ভৌমিকের ছবির নায়িকা হচ্ছেন মিমি চক্রবর্তী। ২০২১-এ ‘বাজি’-র পর নতুন বছরে এই ছবি নিয়ে বড় পর্দায় শীঘ্রই দেখা মিলবে নায়িকার। পুরোদস্তুর নারীকেন্দ্রিক ছবি হতে চলেছে ‘মিনি’।
দুই অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছে ‘মিনি’। সম্পর্কে তাঁরা মাসি এবং বোনঝি, মিনি-তিতলি। একজন চায় বড় হতে, অন্য জন চায় লম্বা হতে। বন্ধুত্বের জন্য বয়স যে কোনও মাপকাঠি নয়, তা আরও একবার পর্দায় ফুটিয়ে তুলেছেন মৈনাক। তাঁদের বন্ধুত্বকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। তিতলির চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। মিনির ভূমিকায় দেখা যাবে অয়ন্না চট্টোপাধ্যায়কে।
গত বছর অক্টোবরে শেষ হয়েছিল ছবির শ্যুটিং। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের ‘স্মল টক আইডিয়াস’-এর ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। করোনার কারণে এতদিন ছবি মুক্তি পিছিয়ে ছিল। ৬ মে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here