MI vs RR: মাইলস্টোনের ম্যাচে রয়্যালসে ফিরতে পারেন বোল্ট, আর মুম্বইয়ে জোফ্রা
রবিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স যখন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে, সেটি হবে আইপিএলের ১০০০তম ম্যাচ। এবং এই হাজারতম ম্যাচটি খেলবে দুই উপযুক্ত টিমই। পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই আর উদ্বোধনী আইপিএল চ্যাম্পিয়ন টিম রাজস্থান। এই দিন আবার মুম্বই অধিনায়ক রোহিত শর্মার জন্মদিনও। নিঃসন্দেহে এই ম্যাচটি সব দিক থেকেই খুব স্পেশ্যাল।
রাজস্থান রয়্যালসের সামনে ফের শীর্ষ স্থান দখলের সুযোগ থাকবে। মুম্বইকে হারালেই তারা শীর্ষে উঠে আসবে। এখনও পর্যন্ত রয়্যালস ৮ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে। তিনটি ম্যাচ হেরেছে। ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে তারা। মুম্বই আবার ৭ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে। ৪টি ম্যাচই হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৯ নম্বরে আছে রোহিত শর্মা ব্রিগেড। এই ম্যাচ জিতলে লিগ টেবলে এক লাফে অনেকটা উপরে উঠে আসবে তারা।
আরও পড়ুন: উমেশের বদলে খেলে তাক লাগালেন হর্ষিত, নিলেন হার্দিকের উইকেট,কে এই তরুণ?
এই ম্যাচে মুম্বইয়ের একাদশে ফিরতে পারেন জোফ্রা আর্চার। অন্য দিকে রাজস্থান রয়্যালসে কামব্যাক করতে পারেন ট্রেন্ট বোল্ট। যদি আর্চার ফিট থাকেন, তা হলে রিলি মেরিডিথের জায়গায় তাঁকে দেখা যেতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিলক ভার্মা বা কুমার কার্তিকেয়কে দেখা যেতে পারে।
রাজস্থানের বাঁ-হাতি সিমার কুলদীপ যাদব সিএসকের বিরুদ্ধে শেষ ম্যাচে নজর কেড়েছিলেন। তিনি সেই ম্যাচে ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ফলে তাঁকে মুম্বইয়ের বিরুদ্ধেও একাদশে রাখা হতে পারে। কুলদীপ কিংবা দেবদত্ত পাডিক্কালকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে।
আরও পড়ুন: KKR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে GT, নাইটদের বেগতিক অবস্থা, লাস্টবয় এখনও সৌরভরা
এ দিকে এই মরশুমে ওয়াংখেড়ে-তে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। আর তিনটি ম্যাচে টস জয়ী দলগুলি তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে এবং দু’টি ক্ষেত্রেই সফল হয়েছে। রবিবার রাতের খেলা সেই ধারাকে আরও বাড়িয়ে দিতে পারে।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকর, কুমার কার্তিকেয়, জেসন বেহরেনডর্ফ।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটকিপার), দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, আর অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।
For all the latest Sports News Click Here