MI vs GT Live: রোহিতকে ফিরিয়ে মুম্বই শিবিরে প্রথম ধাক্কা দিলেন রশিদ খান
লাইভ আপডেটস
Updated: 12 May 2023, 07:46 PM IST
Abhisake Koley
Mumbai Indians vs Gujarat Titans IPL 2023 Live Score: আজ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই প্লে-অফের টিকিট নিশ্চিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ার দাঁড়িয়ে গুজরাট টাইটানস। অন্যদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া লড়াই চালাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। এই অবস্থায় ওয়াংখেড়েতে মুখোমুখি লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। গুজরাট জিতলে তাদের প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে এদিনই। হারলেও হার্দিকদের শেষ চারে যাওয়া আটকাবে বলে মনে হয় না। অন্যদিকে মুম্বই এই ম্যাচ জিতলে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে যাবে। হারলে চাপে পড়ে যাবেন রোহিত শর্মারা। এখন দেখার যে, ওয়াংখেড়েতে শেষ হাসি হাসে কারা।
রোহিত শর্মা আউট
পাওয়ার প্লে-র ঠিক পরেই মুম্বইয়ের ওপেনিং জুটি ভাঙে। ৬.১ ওভারে রশিদ খানের বলে স্লিপে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৮ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। মুম্বই ৬১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে নূর আহমেদের বলে ২টি চার মারেন ইশান কিষাণ। ওভারে ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৬১ রান। ইশান ১৯ বলে ৩১ রান করেছেন। রোহিত ১৭ বলে ২৯ রান করেছেন।
৫০ টপকাল মুম্বই
পঞ্চম ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। রশিদ খানের ওভারে ১টি চার মারেন রোহিত। ওভারে ৭ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৫১ রান। রোহিত ২৮ ও ইশান ২২ রানে ব্যাট করছেন।
মোহিতের ওভারে ৭ রান
চতুর্থ ওভারে মোহিত শর্মার বলে ১টি চার মারেন ইশান কিষাণ। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। রোহিত ২২ ও ইশান ২১ রানে ব্যাট করছেন। মোহিত ২ ওভারে ২১ ও শামি ২ ওভারে ২২ রান খরচ করেছেন।
আগ্রাসী ব্যাটিং মুম্বইয়ের
তৃতীয় ওভারে মহম্মদ শামির বলে ১টি ছক্কা মারেন ইশান কিষাণ এবং একটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। রোহিত ৯ বলে ২১ রান করেছেন। ৯ বলে ১৫ রান করেছেন ইশান। রোহিত ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ইশান ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
মোহিতকে আক্রমণ রোহিতের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২০ রান।
ম্যাচ শুরু
ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। ওভারের শেষ বলে চার মারেন ইশান। প্রথম ওভারে ৬ রান ওঠে।
দু’দলের পরিবর্ত ক্রিকেটার
মুম্বই- রমনদীপ সিং, আকাশ মাধওয়াল, ডেওয়াল্ড ব্রেভিস, সন্দীপ ওয়ারিয়র ও হৃত্বিক শোকিন।
গুজরাট- শুভমন গিল, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর ও সাই সুদর্শন।
গুজরাটের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা ও আলজারি জোসেফ।
মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, টিম ডেভিড, পীযূষ চাওলা, ক্রিস জর্ডন, জেসন বেহরেনডর্ফ ও কুমার কার্তিকেয়া।
টস জিতলেন হার্দিক
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। টস জিতে তিনি মুম্বইকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ওয়াংখেড়েতে শুরুতে ব্যাট করবেন রোহিত শর্মারা। রান তাড়া করবে গুজরাট টাইটানস।
জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হার্দিকদের
মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারালেই প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করবে গুজরাট টাইটানস। সেক্ষেত্রে ১৮ পয়েন্টে পৌঁছে যাবেন হার্দিক পান্ডিয়ারা। চেন্নাই সুপার কিংস ছাড়া আর কোনও দলের পক্ষে তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছোঁয়ার সুযোগ থাকবে না।
For all the latest Sports News Click Here