MI vs GG, WPL 2023: টানা ৫টি জয়, গুজরাটকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে মুম্বই
হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স যেন একেবারে ধরাছোঁয়ার বাইরে। তারা প্রথম অনুষ্ঠিত মহিলা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য। টানা ৫ ম্যাচ জিতে নজির গড়ে ফেলল মুম্বই। প্রথম দল হিসেবে তারা ডব্লিউপিএলের প্লে-অফে পৌঁছে গেল। তাও লিগের তিন ম্যাচ বাকি থাকতে। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স ৫৫ রানে হারাল গুজরাট জায়ান্টসকে। প্রথমে ব্যাট করে মুম্বই করেছিল ৮ উইকেটে ১৬২ রান। গুজরাটের ইনিংস শেষ হল ৯ উইকেটে ১০৭ রানে।
এ দিন গুজরাট জায়ান্টস টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকেই ব্যাট করতে পাঠায়। মুম্বই প্রথমে ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খায়। প্রথম ওভারের চতুর্থ বলেই হেইলি ম্যাথিউস শূন্য করে সাজঘরে ফেরেন। তবে আর এক ওপেনার যস্তিকা ভাটিয়া এবং তিনে নেমে ন্যাট সিভার ব্র্যান্ট দলের হাল ধরেন। যস্তিকা করেন ৩৭ বলে ৪৪ রান। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তিনি। আর ৩১ বলে ৩৬ করেন ন্যাট সিভার। জুটিতে তারা ৭৪ রান যোগ করেন।
আরও পড়ুন: চিলের মতো ছোঁ মেরে ক্যাচ নিলেন, লম্বা থ্রোয়ে উইকেট ভাঙলেন- হারলিন যেন মেয়ে জন্টি- ভিডিয়ো
ন্যাট সিভার আউট হলে চারে হরমনপ্রীত কৌর নামেন। তিনি ঝোড়ো মেজাজে ৩০ বলে ৫১ করে দলের স্কোর ১৫০ পার করিয়ে দেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান অ্যামেলিয়া কের। ১৩ বলে ১৯ করেন তিনি। বাকিদের অবস্থা তথৈবচ। কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স করে ১৬২ রান। গুজরাটের অ্য়াশলে গার্ডনার ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া কিম গার্থ, স্নেহ রানা, তনুজা কনওয়ার ১টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: তৃতীয় T20-তেও ১৬ রানে হারল ইংল্যান্ড, বিশ্বজয়ীদের হোয়াইটওয়াশ করে ইতিহাস শাকিবদের
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে গুজরাট জায়ান্টস। ৫০ পার করার আগেই ৫ উইকেট হারিয়ে বসে থাকে স্নেহ রানার টিম। ৯.১ ওভারে ৪৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল গুজরাট জায়ান্টসের। মুম্বই বোলিংয়ের সামনে গুজরাটের কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২২ রান করেছেন হারলিন দেওয়াল। এ ছাড়া ২০ রান করেছেন অধিনায়ক স্নেহ রানা। অপরাজিত ১৮ করেছেন সুষমা বর্মা, সবিনেনি মেঘনা করেছেন ১৬ রান। বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। যার নিট ফল, নির্দিষ্ট ২০ ওভারে ১০৭ রানেই শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস। মুম্বইয়ের ন্যাট সিভার ব্র্যান্ট এবং হেইলি ম্যাথিউস ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কের। এবং ১টি উইকেট নেন ইসি ওং।
For all the latest Sports News Click Here