MI vs DC, WPL 2023 Live: মুম্বইয়ের পেসের সামনে কুপোকাত দিল্লি, পতন তিন উইকেটের
লাইভ আপডেটস
Updated: 09 Mar 2023, 07:59 PM IST
Arghya Prasun Roychowdhury
মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস বনাম হরমনপ্রীত কাউরের মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ঘিরে রয়েছে তুমুল উত্তেজনা। এটি এক বনাম দুইয়ের লড়াইও বটে। মেয়েদের প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম দু’টি করে ম্যাচই জিতেছে দিল্লি ও মুম্বই। এক এবং দুইয়ের লড়াইয়ে বাজিমাত করবে কারা, জানতে চোখ রাখতে হবে HT বাংলার লাইভ আপডেটে।
মহিলা প্রিমিয়া লিগে টেবল টপারদের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে দিল্লি এবং মুম্বই ২টি করে ম্যাচে খেলেছে। আর দুই দলই সেই দু’টি ম্যাচেই জিতেছে। তবে দিল্লি এবং মুম্বইয়ের পয়েন্ট চার করে হলেও, নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে হরমনের দল। তবে আজ দেখার, হরমনপ্রীতের মুম্বই নাকি মেগের দিল্লি, কোন দল টানা তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে।
আউট ক্যাপসি
শুরুতেই জীবনদান দিয়েছিলেন এবার অফে মারতে গিয়ে কভারে কালিতাকে ক্যাচ দিয়ে আউট হলেন ক্যাপসি। উইকেট নিলেন পূজা বস্ত্রকার। নতুন ব্যাটার ম্যারিজান কাপ। ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২৯-২
৫ ওভারে ২৩-১
ইসি ওয়াংয়ের ওভারেও তেমন কিছু রান করতে পারলেন না দিল্লির ব্যাটাররা। শেফালির আউটের পর কিছুটা ছন্দহীন লাগছে দিল্লি ক্যাপিটালসকে।
ক্যাচ ছাড়লেন ম্যাথিউজ
ক্যাপসির শূন্য রানের মাথায় ক্যাচ ছাড়লেন হেইলি ম্যাথিউজ। পিছনের দিকে ছুটে গিয়ে ক্যাচ নিতে গিয়েছিলেন, দুই হাতে এসেও গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাতে জমিয়ে রাখতে পারলেন না। ন্যাট সিভার ব্রান্টের বলে এসেছিল এই সুযোগ।
আউট শেফালি
সাইকার বলে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট শেফালি। আড়া চালাতে গিয়ে বলের লাইন মিস করলেন তিনি। বোল্ড আউট হলেন শেফালি মাত্র দুই রান করে। দুই ওভার শেষে আট রানে এক উইকেট
সাবধানী শুরু দিল্লির
প্রথম বলেই সিভার ব্রান্টকে চার মারলেন ল্যানিং। কিন্তু তারপরেই পাঁচ বলে এল মাত্র এক রান। ৫-০, দিল্লি ক্যাপিটালস
দিল্লির ব্যাটিং শক্তি
বড় বড় নাম আছে দিল্লির ব্যাটিংয়ে। কিন্তু মুম্বইয়ের বোলিংও কম শক্তিশালী নয়। প্রথম টার্গেট থাকবে শেফালিকে আউট করার। এদিনও দুশোর ওপর করার টার্গেট নিশ্চিত ভাবে নেবে দিল্লি।
দুই দলের একাদশ
মুম্বই ইন্ডিয়ানস-যস্তিকা ভাটিয়া, হেইলি ম্যাথিউজ, ন্যাট সিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকর, হুমেইরা কাজি, আমানজোৎ কৌর, জিনতিমনি কালিতা, সাইকা ইশাক, ইসি ওয়াং।
দিল্লি ক্যাপিটালস-মেগ ল্যানিং, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, মেরিজান ক্যাপ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া, মিন্নু মনি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।
টসে জিতল দিল্লি
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মেগ ল্যানিংয়ের মতে পিচে কোনও বদল আসবে না পুরো ম্যাচে। যথেষ্ট পাটা উইকেটে খেলা হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে অনেক রান হবে।
মুখোমুখি হরমন আর মেগ
দিল্লি বনাম মুম্বই ম্যাচে দুই দলের ক্যাপ্টেনদের লড়াই অন্য মাত্রা যোগ করবে। মেগ ল্যানিংয়ের সামনে হরমনপ্রীত কাউর দলকে জেতাতে পারেন কিনা, সেটাই দেখার। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে হরমনপ্রীতের সাক্ষাতের পরিসংখ্যানটা খুব একটা ভালো নয়। মেয়েদের আইপিএল শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। এ ছাড়াও ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল হরমনের ভারত। নিশ্চিত ভাবে অতীতের পুনরাবৃত্তি করতে চাইবেন না মুম্বই অধিনায়ক। এখন দেখার, মহিলা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের টপারদের লড়াই কেমন হয়!
মুম্বইয়ের অবস্থা
দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে দাপট দেখাতে পারেন অধিনায়ক হরমনপ্রীত কাউর, হেইলি ম্যাথুজ। মেগ ল্যানিংয়ের দিল্লির বিরুদ্ধে বল হাতে কামাল করতে পারেন কলকাতার সাইকা ইসাক। মুম্বইয়ের জার্সিতে এ বারের মহিলা প্রিমিয়ার লিগে দু’টি ম্যাচে খেলেছেন সাইকা। এখনও পর্যন্ত তিনি এ বারের মেয়েদের প্রিমিয়ার লিগে ৬টি উইকেট নিয়েছেন। মেগ ল্যানিং-শেফালি ঝড় থামিয়ে দিতে পারেন এই বঙ্গতনয়া।
দিল্লির হাল-হকিকত
মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের বড় শক্তি তাদের ব্যাটিং বিভাগ। মেগ ল্যানিং এবং শেফালি ভার্মার ওপেনিং জুটি মেয়েদের আইপিএলে দিল্লির শুরুটা ভালোই করেছে। মুম্বইয়ের বিরুদ্ধে শেফালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সাইকা ইসাকদের বিরুদ্ধে মেগ ল্যানিং সমস্যায় পড়তে পারেন। কিন্তু শেফালি ভারতীয় স্পিনারদের সঙ্গে পরিচিত। ফলে তাঁদের বিরুদ্ধে শেফালির ব্যাট জ্বলে উঠতে পারে। অন্যদিকে বোলিং বিভাগে হরমনপ্রীতদের চাপে ফেলতে পারেন জেস জোনাসন। ইউপি ওয়ারিয়র্সদের বিরুদ্ধে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন জেস। সেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন জেস।
For all the latest Sports News Click Here