MI-র সাফল্যের রেসিপিই ব্যবহার করবেন ভারতীয় দলে, জানালেন রোহিত
শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি তার অধিনায়কত্ব মন্ত্র নিয়ে বেশ খোলামেলা উত্তর দিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য আমার অধিনায়কত্বে কোনও ক্রিকেটারের দলে কি দায়িত্ব সেই নিয়ে কোনও অস্পষ্টতা আমি রাখি না। এই মুহূর্তে তিন ফর্ম্যাটেই ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক তিনি। এখন পর্যন্ত রোহিতের অধিনায়কত্বে ভারত একটিও সিরিজ হারেনি। রোহিতের আমলে ভারতীয় দলের লক্ষ্য থাকে প্রথম থেকেই বিপক্ষ দলের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা।
আরও পড়ুন: ভারতীয় টপ অর্ডারের জন্য বড় স্বস্তি-আফ্রিদি চোট নিয়ে কটাক্ষ প্রাক্তন পাক কোচের
আইপিএলে মুম্বই দলের অধিনায়ক হিসেবে রোহিত ইতিমধ্যেই পাঁচটি খেতাবও জিতে নিয়েছেন। সম্প্রতি স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকারে তিনি তার অধিনায়কত্বের বিষয়টি নিয়ে অকপট কথা বলেছেন। সেই ভিডিয়ো স্টারের তরফে তাদের টুইটারে পোস্ট করা হয়েছে। যেখানে রোহিত বলেছেন ‘এত বছর আমি মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির হয়ে বা এখন ভারতের হয়ে যেটা করছি তা হল অধিনায়কত্বের বিষয়টিকে বেশ সহজ সরল রাখার চেষ্টা করি। জিনিসগুলোকে খুব বেশি কঠিন করে তুলি না। আমি সবসময় দলের সব সদস্যকে স্বাধীনতার সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছি।’
রোহিত আরও জানান ‘সতীর্থদের কার কী রোল বা দায় দায়িত্ব সেটা তাদের বুঝিয়ে দেওয়াটাই আমার কাজ। আমার এটাই লক্ষ্য থাকে যাতে করে কোনও রকম দ্বিধা বা দ্বন্দ কিছু না থাকে। এই দ্বিধা বা দ্বন্দ বিষয়টা হল একেবারে শেষ জিনিস যেটা আমি চাই বিশেষ করে যখন আপনি একটি হাই প্রোফাইল টুর্নামেন্ট খেলছেন। আমি এই বিষয়টার প্রতি নজর দিই। এখানেই আমার রোলটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। রাহুল ভাইয়ের সঙ্গে মিলে আমি বিষয়টিতে নজর রাখি। আমি সমস্ত জিনিস একেবারে সহজ সরল রাখতে চাই।’
For all the latest Sports News Click Here