MI-এর বিরুদ্ধে ফাইনাল কঠিন চ্যালেঞ্জ- শেফালির উপর নির্ভর করছেন DC অধিনায়ক
শুভব্রত মুখার্জি: মহিলা প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে ফাইনালে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। ম্যাচে নামার আগেই সতর্কবার্তা শোনা গেল দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের গলায়। মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনাল যে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে, তা মেনে নিলেন মেগ ল্যানিং। পাশাপাশি ফাইনালে তিনি চান শেফালি বর্মা যেন মাথায় কোন চিন্তা ছাড়াই ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে পারে। কারণ দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভই শেফালি, সে কথা বিলক্ষণ জানেন মেগ। শেফালির একটি ঝোড়ো ইনিংস গোটা ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: বুমরাহ, পন্ত, শ্রেয়স, জেমিসন- IPL শুরুর আগেই গুচ্ছ প্লেয়ারের চোট, সমস্যায় কোন কোন দল
শনিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে মেগ ল্যানিং বলেছেন, ‘গোটা টুর্নামেন্টে সব থেকে ধারাবাহিক খেলেছে দু’টি দল। তারা হল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলের মধ্যে দু’টি ভালো ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমি অত্যন্ত ভালো একটি দলের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি। গত রাতে (শুক্রবার রাতে) ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধেও ওরা বেশ ভালো ক্রিকেট খেলেছে।’
আরও পড়ুন: ধোনির এখন যা বয়স… CSK-কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেডেন
ল্যানিং আরও বলেছেন, ‘আমরা জানি, দল হিসেবে কতটা বিপদজ্জনক হয়ে উঠতে পারে মুম্বই। ওদের বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। দিল্লির কাছে এই ম্যাচটা (ফাইনাল) খুব বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে। তবে আমরাও ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। কয়েকটা ম্যাচে আমাদেরকেও চাপে ফেলা হয়েছিল। সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলোতে অনেক কিছুই আমাদের পক্ষে যায়নি। আর সেই কারণেই আরও ভালো করে আমরা প্রস্তুতি সেরেছি। গতকাল রাতে অত্যন্ত চাপের একটা ম্যাচ (ফাইনাল) হতে চলেছে। আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
মেগ ল্যানিংয়ের মতে, ‘আমরা সব সময়ে হাসি মুখেই খেলেছি। আর গতকাল রাতেও এটা করতেই আমি আমার দলের মেয়েদের উৎসাহ দেব। অভিজ্ঞতাকে উপভোগ করতে বলব। আমরা যে সুযোগ পাব তার সদ্ব্যবহার করতে হবে।’
ওপেনিং পার্টনার শেফালিকে নিয়ে মেগ বলেছেন, ‘ওর সঙ্গে ওপেন করাটা বেশ মজার অভিজ্ঞতা। ওর ব্যাটিং স্টাইলটা খুব ইউনিক। যেটা আমাদের দলের জন্য খুব উপযোগী। ও আক্রমণাত্মক খেলতে পারে। ম্যাচ আমাদের দিকে ঘোরাতে পারে। গতকাল ফাইনালে নামার আগে ওঁকে দেখে মনে হচ্ছে ভালো ফর্মেই রয়েছে।’
For all the latest Sports News Click Here