MI-এর পেস বোলিং ধাক্কা খেয়েছে,তবে তুরুপের তাস হতে পারেন জোফ্রা,কী হতে পারে একাদশ?
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা গত বছর একেবারে ল্যাজেগোবরে হয়েছে। ২০২২ আইপিএল লিগ তালিকার লাস্টবয় হয়ে ছিটকে যেতে হয়েছে তাদের। এ বার তাদের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।
তবে এ বার ব্যাটিং বিভাগ শক্তিশালী হলেও, তারকা পেসার জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন। যেটা মুম্বইয়ের সবচেয়ে বড় ধাক্কা। শুধু তিনিই নয়, চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অজি পেসার ঝাই রিচার্ডসনও। স্বাভাবিক ভাবেই আইপিএল খেলতে নামার আগে বোলিং বিভাগ চিন্তায় রেখেছে মুম্বইকে।
২০১৯ এবং ২০২০ পরপর দু’টি আইপিএল খেতাব জেতার পর, মাঝে দু’টো খারাপ বছর গিয়েছে মুম্বইয়ের। এবারের ষোড়শ আইপিএলে কি ফের নিজেদের দাপট ফিরতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল? আইপিএল শুরু হলেই, সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে মুম্বই খেলতে নামার আগে জেনে নেওয়া যাক, তাদের দলের শক্তি-দুর্বলতা এবং প্রথম একাদশ কী হবে, সেই সম্পর্কে বিস্তারিত।
মুম্বইয় ইন্ডিয়ান্সের শক্তি:
১) আইপিএলের ইতিহাসে সব থেকে সফল অধিনায়কের উপস্থিতি মুম্বইয়ের বড় অস্ত্র।
আরও পড়ুন: IPL-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের টেবলে শীর্ষে কোহলি, প্রথম পাঁচে বাকি ৩ জনই ভারতীয়
২) ব্যাটার রোহিত শর্মার অভিজ্ঞতাও মুম্বইয়ের শক্তি। সবচেয়ে বড় কথা, মুম্বইয়ের ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী।
৩) টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমারের ফর্ম নিঃসন্দেহে নিশ্চিন্ত করবে মুম্বইকে। তিনি এখন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর প্লেয়ারের জায়গা দখল করে রেখেছে।
৪) মুম্বই জার্সিতে ইশান কিষাণের ভালো পাফরম্যান্স তো রয়েছে। জাতীয় দলের হয়েও ছন্দে ছিলেন ইশান। ওডিআই বিশ্বকাপের দলে ঢোকার জন্য এখন তাঁর নিজেকে প্রমাণ করার লড়াই।
৫) সম্প্রতি ভারতের মাটিতে ক্যামেরন গ্রিনকেও ভালো ছন্দে পাওয়া গিয়েছে। টিম ডেভিড ভালো ফিনিশার।
৬) জোফ্রা আর্চার-ক্যামেরন গ্রিন হয়ে উঠতে পারেন মুম্বইয়ের তুরুপের তাস।
৭) এ ছাড়া একঝাঁক এমন তারকা রয়েছেন, যাঁরা দীর্ঘ দিন মুম্বইয়ের জার্সিতে খেলছেন। ফলে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াটা ভালো।
মুম্বইয় ইন্ডিয়ান্সের দুর্বলতা:
১) মুম্বই ইন্ডিয়ান্সের মূল দুর্বলতা পেস বিভাগ। সেরা ভারতীয় পেসার বুমরাহই টুর্নামেন্টের বাইরে। চোটের জন্য বাদ রিচার্ডসনও। ফলে মুম্বইকে হয়তো ভরসা রাখতে হবে আনকোড়া অর্জুন তেন্ডুলকরের উপর। বিদেশিদের মধ্যে হয়তো বেরেনডর্ফ এবং আর্চার সামলাবেন পেস বিভাগ।
আরও পড়ুন: ওকে পেলে বোনাস হবে, তবে আশা কম- মহসিনের চোট নিয়ে আপডেট LSG কোচের
২) পীযূষ চাওলা, কুমার কার্তিকেয় এবং মুলানির মতো স্পিনারদের নিয়েই কাজ চালাতে হবে মুম্বইকে।
৩) ইশান কিষাণের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে। যেটাই মুম্বইয়ের ব্যাটিং অর্ডারকে সমস্যায় ফেলতে পারে।
৪) কুইন্টন ডি’ককের অভাব পূরণ করার মতো কাউকে পাওয়া যায়নি।
৫) গত বছর পাণ্ডিয়া (হার্দিক এবং ক্রুনাল) ভাইদের ছেড়ে দেয় মুম্বইষ তাঁদের অভাব কিন্তু মেটাতে পারেনি মুম্বই।
৬) দলে সঠিক সমন্বয়ের অভাব রয়েছে। যার জেরে ২০২২ সালে মুম্বই মুখ থুবড়ে পড়েছিল।
সাফল্য: ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০- এই পাঁচ মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এ বার মুম্বই ব্যর্থতা ভুলে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ইশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড/ব্রেভিস, ক্যামেরন গ্রিন, রমনদীপ সিং কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন/শামস মুলানি, জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফ।
For all the latest Sports News Click Here