MCFC vs ATKMB Live: বাগান ডিফেন্সের ভুল,শুরুতে ছাংতের দুরন্ত গোলে ১-০ করল মুম্বই
এটিকে মোহনবাগান যবে থেকে আইএসএল খেলছে, তবে থেকে কোনও বারই মুম্বই সিটি এফসি-কে হারাতে পারেনি তারা। এখনও পর্যন্ত মুম্বইয়ের কাছে চার বার হেরেছে। আর দু’টি ম্যাচ ড্র হয়েছে। রবিবার সেই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলার পরীক্ষা জনি কাউকোদের সামনে। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শনিবারই মুম্বই পৌঁছে গিয়েছে মোহনবাগান। দলের সঙ্গে যাননি ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবা। রবিবাসরীয় দ্বৈরথে জিততে জুয়ান ফেরান্দোর প্রধান ভরসা মুম্বইয়েরই প্রাক্তনী হুগো বৌমাস।
২৫ মিনিট- ম্যাচের রাশ মুম্বইয়ের হাতেই
এটিকে মোহনবাগানকে রীতিমতো নাকানিচোবানি খাওয়াচ্ছে মুম্বই সিটি এফসি। বাগানকে বরং বড় বেশি এলোমেলো লাগছে। কোথাও যেন দানা বাঁধছে না খেলাটা। ০-১ পিছিয়েই রয়েছে বাগান।
১৫ মিনিট- বাগানের ডিফেন্স নিয়ে বাড়ছে চিন্তা
এটিকে মোহনবাগানের ডিফেন্স নিয়ে ইতিমধ্যে উঠেছে প্রশ্ন। রীতিমতো নড়বড় করছে বাগানের রক্ষণ। কিছুটা কাউন্টার অ্যাটাকে উঠলেও বিশেষ সুবিধে করতে পারেনি এটিকে মোহনবাগান। মুম্বইয়ের পাশে একটু ম্যাড়ম্যাড়ই করছে সবুজ-মেরুন।
৭ মিনিট- বড় মিস বাগানের
সমতা ফেরানোর বড় সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। পেত্রাতোস পাস বাড়ান লিস্টনকে। লিস্টনের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
৪ মিনিট- গোওওওওওওওলললললল
দুরন্ত শট লালিয়ানজুয়ালা ছাংতের। মোহনবাগানের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে জটলার মাঝেই উইঙ্গার বক্সের বাইরে থেকে দূরপাল্লার দুরন্ত শট বারে লেগে গোললাইন ক্রস করে ফের বেরিয়ে আসে। রেফারি প্রথমে গোল না দিলেও, পরে দেখা যায়, গোললাইন ক্রস করেছে বল। ১-০ এগিয়ে গেল মুম্বই।
জিতলে চারে ওঠার সুযোগ থাকবে বাগানের সামনে
মুম্বই সিটি এফসিকে হারিয়ে আজ আইএসএল টেবলের প্রথম চার দলের মধ্যে জায়গা করে নেওয়ার হাতছানি এটিকে মোহনবাগানের সামনে। ৩ ম্যাচের মধ্যে ২টি জিতেছে বাগান। একটি ম্যাচ হেরেছে পয়েন্ট ৬। লিগ টেবলের ছয়ে রয়েছে তারা।
উল্টোদিকে মুম্বই চার ম্যাচ খেলে ২টিতে জিতেছে। ২টি ম্যাচ ড্র করেছে। অর্থাৎ অপরাজিত রয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চারে রয়েছে মুম্বই সিটি এফসি।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স
এটিকে মোহনবাগান যবে থেকে আইএসএল খেলছে, তবে থেকে কোনও বারই মুম্বই সিটি এফসি-কে হারাতে পারেনি তারা। এখনও পর্যন্ত মুম্বইয়ের কাছে চার বার হেরেছে। আর দু’টি ম্যাচ ড্র হয়েছে। রবিবার সেই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলার পরীক্ষা জনি কাউকোদের সামনে। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শনিবারই মুম্বই পৌঁছে গিয়েছে মোহনবাগান। দলের সঙ্গে যাননি ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবা। রবিবাসরীয় দ্বৈরথে জিততে জুয়ান ফেরান্দোর প্রধান ভরসা মুম্বইয়েরই প্রাক্তনী হুগো বৌমাস।
মুম্বই সিটি এফসি-র পারফরম্যান্সের খতিয়ান
গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দুরন্ত লড়াই দিয়ে এ বারের হিরো আইএসএল অভিযান শুরু করে মুম্বই সিটি এফসি। ৩-৩ ড্র হয় সেই ম্যাচ। ওড়িশা এফসি-র বিরুদ্ধেও বিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর বিপিন সিং জয়সূচক গোল করেন। জামশেদপুরের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। গোল করেন ছাংতে। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে তাদের ঘরের মাঠে ২-০ হারিয়ে আসেন স্টুয়ার্টরা। মেহতাব সিং, জর্জ দিয়াজ গোল করেন। চারটি ম্যাচে অপরাজিত থেকে আট পয়েন্ট নিয়ে আপাতত তারা লিগ টেবলের চার নম্বরে রয়েছে।
এটিকে মোহনবাগানের পারফরম্যান্সের খতিয়ান
চলতি হিরো আই এসএলের শুরুতেই হোঁচট খায় জুয়ান ফেরান্দোর দল। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে ১-২ হার দিয়ে এ বারের লিগ অভিযান শুরু করে তারা। তবে বাগান কোচিতে গিয়ে কেরালা ব্লাস্টার্সকে ৫-২-এ হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায়। অস্ট্রেলিয়া থেকে আসা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস হ্যাটট্রিক করেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এর পর চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষে দু’গোলে জেতে তারা। ৫৬ মিনিটের মাথায় হুগো বৌমাস এবং ৬৬ মিনিটের মাথায় মনবীর সিং গোল করেন। এ বার দেখার ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না কলকাতার দল। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন বাগান লিগ টেবলের ছ’নম্বরে রয়েছে।
For all the latest Sports News Click Here