Major League Cricket: টেক্সাস যেন মিনি CSK, ক্রিকেটারদের পুনর্মিলন ঘটবে আমেরিকায়
আগামী ১৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে মেজর ক্রিকেট লিগ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি দল টেক্সাস সুপার কিংস খেলবে। এখানে সুপার কিংসের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার এবং কর্মকর্তারা এই দলে থাকবেন। এই মেজর লিগে সিএসকের পুনর্মিলন হবে।
ফাফ ডু’প্লেসি এই বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব সামলেছেন। তবে তিনি ব্যাঙ্গালোরে হয়ে খেলার আগে সিএসকের হয়ে খেলতেন। আর সেই কারণেই মেজর লিগের দলটিকে নেতৃত্ব দেবেন তিনি। সিএসকেতে তাঁর প্রাক্তন সতীর্থদের সঙ্গে এক সঙ্গে খেলার সুযোগ পেলেন।
সিএসকের আরও এক অন্যতম ক্রিকেটার ডোয়েন ব্রাভো। যিনি এবছরের আইপিএল মরশুমে সিএসকের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও তিনি টেক্সাস সুপার কিংসে খেলার জন্য আবার মাঠে নামবেন। এছাড়াও টেক্সাস সুপার কিংস এর হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং মিচেল স্যান্টনার। এই দুই ক্রিকেটারই এই বছরের আইপিএলে সিএসকের শিরোপা জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন অম্বাতি রায়াডু। যিনি ঘোষণা করেছিলেন এই বছর আইপিএল তাঁর শেষ খেলা হবে। অবসর ঘোষণা করলেও তিনি টেক্সাসের হয়ে খেলবেন। দলের কোচের দায়িত্বে থাকবেন স্টিফেন ফ্লেমিং। যিনি বর্তমানে সিএসকের প্রধান কোচ। তাকে সহযোগিতা করার জন্য থাকবেন সিএসকের প্রাক্তন ক্রিকেটার অ্যালবি মর্কেল এবং এই বছর আইপিএল মরশুমে বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স। টেক্সাস দলে শক্তিশালী খেলোয়াড় হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও অস্ট্রেলিয়ান ড্যানিয়েল স্যামস।
এমএলসি টুর্নামেন্টে সিএসকে ফ্র্যাঞ্চাইজি দল টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। এক কথায় বলতে গেলে এই টুর্নামেন্টে তাদের পুনর্মিলন হবে। টেক্সাসের হয়ে খেলবেন ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, সামি আসলাম, মিলিন্দ কুমার, কোডি চেট্টি, সাইতেজা মুকামাল্লা, ডেভিড মিলার, ডেভন কনওয়ে, ক্যালভিন স্যাভেজ, জিয়া শাহজাদ, ডোয়েন ব্রাভো, ড্যানিয়েল স্যামস, মিচেল স্যান্টনার, লাহিরু মিলানথা।
এখন দেখার সিএসকের ফ্র্যাঞ্চাইজি দল টেক্সস সুপার কিংস চেন্নাই সুপার কিংসের মতো অসাধারণ পারফরম্যান্স করে জয় ছিনিয়ে আনতে পারে কিনা। সেই দিকেই নজর থাকবে সকলের।
For all the latest Sports News Click Here