Madhumita: বাথরুম থেকে ভিডিয়ো পোস্ট মধুমিতার, দোলের রং তুলতে গিয়ে এ কী হল তাঁর!
দোল গেল দিনকয়েক আগেই। তবে দোল নিয়ে গল্প থেকে যায় আরও বেশ কয়েকটা দিন। কে কীভাবে রং মাখল, ভাং খেল, বন্ধুদের কেমন করে রং মাখাল, আর তারপর কীভাবে উঠল গায়ের সেই রং এটাই হয়ে ওঠে কথা বলা, হাসিঠাট্টার টপিক। এবার টলিউডের অভিনেত্রী মধুমিতাও সামিল হলেন সেই দলে।
আসলে রং মাখতে যতটা ভালো লাগে, রং তুলতে গেলে যেন ততটাই কান্না পায়। বিশেষ করে মাথায় জমে থাকা রংগুলো। মধুমিতা নিজের নতুন ওয়েবসিরিজ ‘উত্তরণ’র ঝলক। যেখানে বাথরুমে ঢুকে কান্নায় ভেঙে পড়েছেন মধুমিতা। ক্যাপশনে স্পষ্ট করে দিলেন এই কারণ। আসলে রং ওঠাতে এইভাবেই যে কাঁদতে হয় মেয়েদের সেটাই বোঝাতে চাইলেন। লিখলেন, ‘হোলির পরের অবশ্যম্ভাবী দৃশ্য’। সাথে কতগুলো হাসির ইমোজি।
বর্তমানে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী মধুমিতা। সদ্যই প্রকাশ্যে এসেছে ‘উত্তরণ’। এক সহজ-সরল মেয়ের জীবন কীভাবে তছনছ করে দিতে পারে একটা এমএমএমস তাই এই সিরিজের বিষয়। সাথে কীভাবে সেই বিপদের সময়ে স্বামী-শ্বশুরবাড়ি-বাপের বাড়ি-বন্ধুরা সবাই পাশ থেকে সরে দাঁড়ায় তাই উঠে এসেছে এখানে। সমাজের চোখে এক নিমেষেই ভিলেন হয়ে পড়ে সে!
সঙ্গে নতুন ছবির কাজ শেষ করেছেন তিনি। যেখানে তাঁর বিপরীতে দেখা মিলবে বিক্রম চট্টোপাধ্য়ায়ের। এই ছবি দিয়ে বড় পরদায় ফিরছেন ইন্দ্রাণী হালদারও। সিনেমার নাম ‘কুলের আচার’। ৩ জুন বড় পরদায় আসছে ছবিখানা। এক মেয়ে বিয়ের পর নিজের পদবি পরিবর্তন করতে চায় না, সেই গল্প নিয়েই এই সিনেমা।
For all the latest entertainment News Click Here