LSG vs MI Eliminator: আকাশ মাধওয়ালের ৫ উইকেটে লখনউকে বিধ্বস্ত করল মুম্বই

WhatsApp
উচ্ছ্বসিত মুম্বই শিবির। ছবি- বিসিসিআই।

Abhisake Koley

Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2023 Eliminator Live Score: চিপকে লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পকেটে পোরেন রোহিত শর্মারা।

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে আইপিএল ২০২৩-এর প্লে-অফে ওঠে লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে শেষ চারে জায়গা করে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এবার চিপকে আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে সম্মুখসমরে নামে লখনউ ও মুম্বই। রোহিত শর্মারা শেষমেশ এলিমিনেটরে বাজিমাত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়ে যান। হেরে ক্রুণাল পান্ডিয়াদের আইপিএল অভিযান শেষ হয়ে যায় এবারের মতো। অর্থাৎ, এটা নিশ্চিত হয়ে যায় যে, নতুন কোনও দলের পক্ষে এবছর আইপিএল জেতা সম্ভব হল না। কাপ উঠবে পরিচিত কোনও হাতেই।

24 May 2023, 11:53:23 PM IST

ম্যাচের সেরা আকাশ

৩.৩ ওভারে মাত্র ৫ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন আকাশ মাধওয়াল। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের নবাগত পেসার।

24 May 2023, 11:18:57 PM IST

৫ উইকেট আকাশের, বিরাট জয় মুম্বইয়ের

১৬.৩ ওভারে আকাশ মাধওয়ালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহসিন খান। ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। মুম্বইয়ের ৮ উইকেটে ১৮২ রানের জবাবে লখনউ ১০১ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানের বিরাট ব্যবধানে ম্য়াচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট অর্জন করে মুম্বই। ৫ বলে ১ রান করে নট-আউট থাকেন নবীন। আকাশ মাধওয়াল ৩.৩ ওভারে ৫ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। এবারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হয় লখনউ সুপার জায়ান্টসকে।

24 May 2023, 11:15:22 PM IST

মেডেন ওভার জর্ডনের

১৬তম ওভারে কোনও রান খরচ করেননি ক্রিস জর্ডন। লখনউয়ের স্কোর ৯ উইকেটে ১০০ রান। জর্ডন ২ ওভারে ১টি মেডেন-সহ ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 11:07:54 PM IST

রান-আউট হুডা

১৪.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন দীপক হুডা। এই নিয়ে লখনউয়ের তিনজন ব্যাটসম্যান রান-আউট হলেন। ১৩ বলে ১৫ রান করেন হুডা। মারেন ১টি ছক্কা। ১০০ রানে ৯ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন মহসিন খান। আকাশ ৩ ওভারে ৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 11:05:35 PM IST

রবি বিষ্ণোই আউট

১৪.৩ ওভারে আকাশ মাধওয়ালের বলে ক্রিস জর্ডনের হাতে ধরা পড়েন রবি বিষ্ণোই। ৬ বলে ৩ রান করেন তিনি। ১০০ রানে ৮ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন নবীন উল হক।

24 May 2023, 11:02:44 PM IST

বেহরেনডর্ফের ওভারে ৪ রান

১৪তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন জেসন বেহরেনডর্ফ। লখনউয়ের স্কোর ৭ উইকেটে ৯৮ রান। ১৪ রানে ব্যাট করছেন হুডা। ৩ ওভারে ২১ রান খরচ করেছেন জেসন।

24 May 2023, 10:56:29 PM IST

রান-আউট গৌতম

১২.৩ ওভারে রোহিত শর্মার সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কৃষ্ণাপ্পা গৌতম। ৩ বলে ২ রান করেন তিনি। লখনউ ৯২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই। চাওলা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 10:51:23 PM IST

হাস্যকর রান-আউট স্টইনিস

১১.৫ ওভারে হাস্যকরভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মার্কাস স্টাইনিস। ২ রান নিতে গিয়ে দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে জড়ান। ২৭ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন অজি তারকা। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। লখনউ ৮৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কৃষ্ণাপ্পা গৌতম। ১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৬ উইকেটে ৯০ রান। ৩ ওভারে ১৫ রান খরচ করেছেন গ্রিন।

24 May 2023, 10:47:58 PM IST

চাওলাকে ছক্কা হাঁকালেন হুডা

১১তম ওভারে পীযূষ চাওলার বলে ১টি ছক্কা মারেন দীপক হুডা। ওভারে ১১ রান ওঠে। ১১ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ৮৬ রান। স্টইনিস ৩৮ ও হুডা ৯ রানে ব্যাট করছেন। চাওলা ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 10:41:13 PM IST

নিকোলাস পুরান আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে মুম্বইকে চালকের আসনে বসিয়ে দিলেন আকাশ মাধওয়াল। ৯.৫ ওভারে মাধওয়ালের বলে ইশানের দস্তানায় ধরা পড়েন নিকোলাস পুরান। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন পুরান। লখনউ ৭৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ৭৫ রান। ৩৬ রানে ব্যাট করছেন স্টইনিস। আকাশ ২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 10:39:04 PM IST

আয়ুষ বাদোনি আউট

৯.৪ ওভারে আকাশ মাধওয়ালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আয়ুষ বাদোনি। ৭ বলে ১ রান করেন তিনি। লখনউ ৭৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান।

24 May 2023, 10:31:51 PM IST

ক্রুণাল পান্ডিয়া আউট

৮.২ ওভারে পীযূষ চাওলার বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন ক্রুণাল পান্ডিয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৮ রান করেন লখনউ দলনায়ক। লখনউ ৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আয়ুষ বাদোনি। ৯ ওভার শেষে সুপার জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৭৪ রান। ৩৬ রানে ব্যাট করছেন স্টইনিস। ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন চাওলা।

24 May 2023, 10:28:08 PM IST

গ্রিনের ওভারে ৩ রান

অষ্টম ওভারে মাত্র ৩ রান খরচ করেন ক্যামেরন গ্রিন। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৬৮ রান। ৩৫ রানে ব্যাট করছেন স্টইনিস। ৮ রান করেছেন ক্রুণাল। গ্রিন ২ ওভারে ১১ রান খরচ করেছেন।

24 May 2023, 10:21:09 PM IST

চাওলার ওভারে ১১ রান

সপ্তম ওভারে বল করতে আসেন পীযূষ চাওলা। ওভারে ১টি করে চার মারেন স্টইনিস ও ক্রুণাল। ওভারে ১১ রান ওঠে। ৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৬৫ রান। ৩৩ রানে ব্যাট করছেন স্টইনিস।

24 May 2023, 10:15:40 PM IST

৫০ টপকাল লখনউ

ষষ্ঠ ওভারে হৃত্বিক শোকিনের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন মার্কাস স্টইনিস। ওভারে ১৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৫৪ রান। স্টইনিস ২৮ রানে ব্যাট করছেন।

24 May 2023, 10:10:00 PM IST

গ্রিনের ওভারে ৮ রান

পঞ্চম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ১টি চার মারেন স্টাইনিস। ওভারে ৮ রান ওঠে। ৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৩৬ রান। ১২ রানে ব্যাট করছেন স্টইনিস। ওভারের প্রথম বলেই স্টইনিসের ক্যাচ ধরার সুযোগ হাতছাড়া করেন নেহাল ওয়াধেরা।

24 May 2023, 10:01:50 PM IST

কাইল মায়ের্স আউট

৩.২ ওভারে ক্রিস জর্ডনের বলে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন কাইল মায়ের্স। ১৩ বলে ১৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। ২৩ রানে ২ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস। তিনি ওভারে ১টি চার মারেন। ৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ২৮ রান।

24 May 2023, 09:59:47 PM IST

জেসনের ওভারে ৯ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন জেসন বেহরেনডর্ফ। ১টি চার মারেন মায়ের্স। ওভারে ৯ রান ওঠে। ৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ২১ রান। ২ ওভারে ১৭ রান খরচ করেছেন বেহরেনডর্ফ।

24 May 2023, 09:52:01 PM IST

প্রেরক মানকড় আউট

১.৫ ওভারে আকাশ মাধওয়ালের বলে হৃত্বিক শোকিনের হাতে ধরা পড়েন প্রেরক মানকড়। ৬ বলে ৩ রান করেন তিনি। লখনউ ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রুণাল পান্ডিয়া।

24 May 2023, 09:47:52 PM IST

মায়ের্সের জোড়া বাউন্ডারিতে রান তাড়া শুরু লখনউয়ের

প্রেরক মানকড়ের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামেন কাইল মায়ের্স। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। ওভারে জোড়া বাউন্ডারি মারেন মায়ের্স। প্রথম ওভারে ১০ রান সংগ্রহ করে লখনউ।

24 May 2023, 09:26:48 PM IST

নেহাল ওয়াধেরা আউট, লড়াইয়ের রসদ সংগ্রহ করল মুম্বই

ইনিংসের শেষ বলে যশ ঠাকুর আউট করেন নেহাল ওয়াধেরাকে। ১২ বলে ২৩ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। যশ ঠাকুর ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। জয়ের জন্য লখনউয়ের দরকার ১৮৩ রান।

24 May 2023, 09:20:23 PM IST

ক্রিস জর্ডন আউট

১৮.৫ ওভারে মহসিন খানের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন ক্রিস জর্ডন। ৭ বলে ৪ রান করেন তিনি। মুম্বই ১৬৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হৃত্বিক শোকিন। মহসিন ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 09:12:31 PM IST

তিলক বর্মা আউট

১৭.৩ ওভারে নবীন উল হকের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন তিলক বর্মা। ২২ বলে ২৬ রান করেন তিনি। মারেন ২টি ছক্কা। ১৫৯ রানে ৬ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন ক্রিস জর্ডন। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১৬২ রান। নেহাল ৯ রানে ব্যাট করছেন। নবীন ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 09:02:15 PM IST

টিম ডেভিড আউট

১৬.৩ ওভারে যশ ঠাকুরের হাই ফুলটস বলে দীপক হুডার হাতে ধরা পড়েন টিম ডেভিড। ১৩ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৪৮ রানে ৫ উইকেট হারায় মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন নেহাল ওয়াধেরা। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ১৪৯ রান। ২৬ রানে ব্যাট করছেন তিলক। যশ ঠাকুর ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 08:54:42 PM IST

নবীনকে ছক্কা হাঁকালেন তিলক

১৬তম ওভারে নবীন উল হকের বলে ১টি ছক্কা মারেন তিলক বর্মা। ওভারে ১০ রান ওঠে। ১৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। ২৬ রানে ব্যাট করছেন তিলক। ৯ রান করেছেন টিম ডেভিড। নবীন ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 08:48:02 PM IST

বিষ্ণোইয়ের বোলিং কোটা শেষ

১৫তম ওভারে ৫ রান খরচ করেন রবি বিষ্ণোই। মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৩১ রান। তিলক ১৮ রানে ব্য়াট করছেন। বিষ্ণোই ৪ ওভারে ৩০ রান খরচ করেছেন। 

24 May 2023, 08:40:28 PM IST

যশ ঠাকুরের ওভারে ৫ রান

১৪তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন যশ ঠাকুর। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১২৬ রান। ১৬ রানে ব্যাট করছেন তিলক। যশ ঠাকুর ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 08:36:36 PM IST

পান্ডিয়ার বোলিং কোটা শেষ

১৩তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন ক্রুণাল পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১২১ রান। ক্রুণাল ৪ ওভারে ৩৮ রান খরচ করেছেন। ১৩ রানে ব্যাট করছেন তিলক।

24 May 2023, 08:31:29 PM IST

বিষ্ণোইকে ছক্কা হাঁকালেন তিলক

১২তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ১টি ছক্কা মারেন তিলক বর্মা। ওভারে ১১ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১১৬ রান। ১০ রানে ব্যাট করছেন তিলক। বিষ্ণোই ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।

24 May 2023, 08:27:20 PM IST

ক্যামেরন গ্রিন আউট

১০.৬ ওভারে নবীন উল হকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। সুতরাং, একই ওভারে মুম্বইয়ের দুই সেট ব্যাটসম্যানকে আউট করেন নবীন। গ্রিন ২৩ বলে ৪১ রান করেন। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। ১০৫ রানে ৪ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন টিম ডেভিড। নবীন ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

24 May 2023, 08:24:28 PM IST

সূর্যকুমার আউট

১০.৪ ওভারে নবীন উল হকের বলে কৃষ্ণাপ্পা গৌতমের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ২০ বলে ৩৩ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ১০৪ রানে ৩ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন তিলক বর্মা।

24 May 2023, 08:18:58 PM IST

বিষ্ণোইয়ের ওভারে ৯ রান

দশম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৯ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৯৮ রান। গ্রিন ৪১ ও সূর্যকুমার ২৭ রানে ব্য়াট করছেন। বিষ্ণোই ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।

24 May 2023, 08:15:37 PM IST

মহসিনের ওভারে জোড়া ছক্কা

নবম ওভারে মহসিন খানের বলে ১টি ছক্কা মারেন সূর্যকুমার এবং ১টি ছক্কা হাঁকান ক্যামেরন গ্রিন। ওভারে ১৪ রান ওঠে। ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৮৯ রান। গ্রিন ৩৯ ও সূর্যকুমার ২০ রানে ব্যাট করছেন। ২ ওভারে ২২ রান খরচ করেছেন মহসিন।

24 May 2023, 08:12:26 PM IST

বিষ্ণোইয়ের ওভারে ৫ রান

অষ্টম ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। তাঁর ওভারে ৫ রান সংগ্রহ করে মুম্বই। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৭৫ রান। ৩২ রানে ব্যাট করছেন গ্রিন।

24 May 2023, 08:05:02 PM IST

মহসিনের ওভারে ৮ রান

সপ্তম ওভারে মহসিন খানের বলে ১টি চার মারেন ক্যামেরন গ্রিন। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৭০ রান। গ্রিন ৩০ ও সূর্যকুমার ১০ রানে ব্যাট করছেন।

24 May 2023, 08:00:44 PM IST

পাওয়ার প্লে-তে ৫০ টপকাল মুম্বই

ষষ্ঠ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ৩টি চার মারেন ক্যামেরন গ্রিন। ওভারে ১৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৬২ রান। গ্রিন ২৩ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন ক্রুণাল। ৯ রানে ব্যাট করছেন সূর্য।

24 May 2023, 07:54:19 PM IST

ইশান কিষাণ আউট

৪.২ ওভারে যশ ঠাকুরের বলে নিকোলাস পুরানের দস্তানায় ধরা পড়েন ইশান কিষাণ। ১২ বলে ১৫ রান করেন তিনি। মারেন ৩টি চার। ৩৮ রানে ২ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের শেষ বলে ছক্কা মারেন। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৪৬ রান।

24 May 2023, 07:53:09 PM IST

রোহিত শর্মা আউট

৩.২ ওভারে নবীন উল হকের বলে আয়ুষ বাদোনির হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করেন হিটম্যান। মারেন ১টি চার ও ১টি ছক্কা। মুম্বই ৩০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্য়ামেরন গ্রিন। তিনি ওভারে ২টি চার মারেন। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৩৮ রান। ইশান ১৫ ও গ্রিন ৮ রানে ব্যাট করছেন।

24 May 2023, 07:50:36 PM IST

ক্রুণালের বলে চার-ছক্কা রোহিতের

তৃতীয় ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রোহিত শর্মা। ১টি বাই-চার হয়। ওভারে ১৬ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৯ রান। রোহিত ১১ ও ইশান ১৪ রানে ব্যাট করছেন। ক্রুণাল ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।

24 May 2023, 07:37:57 PM IST

গৌতমের ওভারে জোড়া বাউন্ডারি ইশানের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন কৃষ্ণাপ্পা গৌতম। তাঁর শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন ইশান। ওভারে ৮ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১৩ রান।

24 May 2023, 07:33:12 PM IST

ইশানের বাউন্ডারিতে ম্যাচ শুরু

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ইশান কিষাণ। লখনউয়ের হয়ে বোলিং শুরু করেন ক্রুণাল পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন ইশান। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে ৫ রান সংগ্রহ করে মুম্বই।

24 May 2023, 07:29:05 PM IST

দু’দলের পরিবর্ত ক্রিকেটার

মুম্বই- নেহাল ওয়াধেরা, রমনদীপ সিং, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়া ও সন্দীপ ওয়ারিয়র।
লখনউ- কাইল মায়ের্স, ড্যানিয়েল স্যামস, যুধবীর সিং, স্বপ্নিল সিং ও অমিত মিশ্র।

24 May 2023, 07:26:57 PM IST

লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ

ক্রুণাল পান্ডিয়া (ক্যাপ্টেন), প্রেরক মানকড়, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসিন খান ও যশ ঠাকুর।

24 May 2023, 07:10:53 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক বর্মা, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, হৃত্বিক শোকিন ও আকাশ মাধওয়াল।

24 May 2023, 07:04:04 PM IST

টস জিতলেন রোহিত

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্য়াট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবে লখনউ। মুম্বইয়ের প্রথম একাদশে ফেরেন তিলক বর্মা। কুইন্টন ডি’কককে ছাড়াই লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টস।

24 May 2023, 06:46:32 PM IST

লিগের ম্যাচের ফলাফল

লখনউয়ে লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে দেয় সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে লখনউ ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। ৮৯ রান করেন মার্কাস স্টইনিস। পালটা ব্যাট করতে নেমে মুম্বই ৫ উইকেটে ১৭২ রানে আটকে যায়। ৫৯ রান করেন ইশান কিষাণ।

24 May 2023, 06:26:54 PM IST

মুখোমুখি সাক্ষাতে একতরফা এগিয়ে লখনউ

গতবছর আইপিএলে আত্মপ্রকাশ করা লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তিনটি ম্যাচেই তারা মুম্বইকে হারিয়ে দেয়। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ এগিয়ে সুপার জায়ান্টস। লখনউয়ের কাছে ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক করা রোহিতরা চারবারের চেষ্টায় ক্রুণাল পান্ডিয়াদের টেক্কা দিতে পারেন কিনা, সেটাই হবে দেখার। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারানো চেন্নাই সুপার কিংস আগের তিনটি ম্যাচে হার্দিকদের কাছে হেরেছিল। তারা চারবারের প্রচেষ্টায় টাইটানসকে পরাজিত করে। এবার একই রকম চ্যালেঞ্জ রোহিত শর্মাদের সামনে।

বন্ধ করুন

For all the latest Sports News Click Here 

Read original article here

Denial of responsibility! TechAI is an automatic aggregator around the global media. All the content are available free on Internet. We have just arranged it in one platform for educational purpose only. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials on our website, please contact us by email – [email protected]. The content will be deleted within 24 hours.