LSG vs MI: ফের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেই BCCI-এর শাস্তির মুখে লোকেশ রাহুল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামলেই সেঞ্চুরি করছেন লোকেশ রাহুল এবং সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে উঠেই বড়সড় শাস্তির মুখে পড়তে হচ্ছে লখনউ অধিনায়ককে। গত ১৬ এপ্রিল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেটি ছিল লোকেশ রাহুলের কেরিয়ারের শততম আইপিএল ম্যাচ।
এমন মাইলস্টোন ম্যাচে দুর্দান্ত শতরান করে লখনউকে ম্যাচ জেতান লোকেশ। তবে ১০৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়ে উঠেই তাঁকে বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়। স্লো ওভার রেটের দায়ে পড়ায় ক্যাপ্টেন রাহুলের জরিমানা হয় সেবার।
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের ফিরতি ম্যাচে ফের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামে লখনউ সুপার জায়ান্টস। উল্লেখযোগ্য বিষয় হল, ফের অধিনায়কোচিত শতরানে লখনউকে জয় এনে দেন রাহুল। এবারও ঠিক ১০৩ রানই করে অপরাজিত থাকেন কেএল। কাকতলীয় বিষয় হল, এই ম্যাচেও স্লো ওভার-রেটের দায়ে পড়ে লখনউ এবং ফের শাস্তি পেতে হয় রাহুলকে। যদিও এবার একা ক্যাপ্টেনকেই নয়, বরং আইপিএলের কোড অফ কন্ডাক্ট উলঙ্ঘন করে শাস্তি পেতে হয়েছে লখনউয়ের প্লেয়িং ইলেভের সব ক্রিকেটারকেই।
আরও পড়ুন:- খায় নাকি মাথায় মাখে, এমন ‘স্যাম্পেলের’ অভাব নেই KKR-এ, তারকারা ব্যর্থ হলে খামতি ঢাকবেন কে? বিবেচনা করেনি ফ্র্যাঞ্চাইজি
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা সম্পূর্ণ করতে পারেনি সুপার জায়ান্টস। যেহেতু এটি মিনিমাম ওভার-রেট সংক্রান্ত লখনউয়ের দ্বিতীয় আচরণবিধি ভঙ্গের ঘটনা, তাই ক্যাপ্টেন লোকেশ রাহুলের ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
লখনউয়ের বাকি ১০ জন ক্রিকেটারেরও জরিমানা করা হয়। তবে তাঁদের জরিমানার অঙ্ক ক্যাপ্টেনের তুলনায় অনেক কম। দলের বাকি ১০ জনকে ৬ লক্ষ টাকা করে অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম হবে, তত টাকা করে মাশুল দিতে হবে। উল্লেখ্য, প্রথম দফায় মুম্বইয়ের বিরুদ্ধে যখন স্লো ওভার -রেটের দায়ে পড়ে লখনউ, তখন কেবল ক্যাপ্টেন রাহুলের ১২ লক্ষ টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:- LSG vs MI: মুম্বইকে দেখলেই জ্বলে ওঠে রাহুলের ব্যাট, টি-২০তে বিশ্বরেকর্ড গড়লেন লখনউ অধিনায়ক
মাঝে আরসিবির বিরুদ্ধে মাঠে নেমেও আচরণবিধি ভঙ্গের দায়ে পড়েন লোকেশ রাহুল ও মার্কাস স্টইনিস। সেবার রাহুলের ম্যাচ ফি-র ২০ শতংশ জরিমানা করা হয়। সুতরাং লোকেশ রাহুলকে চলতি আইপিএলে ইতিমধ্যেই তিনবার নিয়ম ভেঙে জমিরানা গুনতে হল।
For all the latest Sports News Click Here