LSG vs GT: ধোনিদের এলিট লিস্টে ঋদ্ধি, মাইলস্টোন ম্যাচ হাতছাড়া নিশ্চিত অর্ধশতরান
শনিবার একানা স্টেডিয়ামে লখনউ জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঋদ্ধিমান সাহা। ২৪তম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০টি ম্য়াচ খেলার নজির গড়েন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান।
উল্লেখযোগ্য বিষয় হল, লোকেশ রাহুলকে বাদ দিলে চতুর্থ ভারতীয় উইকেটকিপার হিসেবে এমন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঋদ্ধি। তাঁর আগে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে এমন নজির গড়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক ও রবীন উথাপ্পা। বিদেশি উইকেটকিপারদের মধ্যে এবি ডি’ভিলিয়র্সের এমন কৃতিত্ব রয়েছে। যদিও লোকেশ রাহুলের মতো উথাপ্পা ও এবিডি সব ম্যাচে উইকেটকিপিং করেননি। সেদিক থেকে বলা যায় যে, আইপিএলে ১৫০ ম্যাচ খেলার নিরিখে ধোনিদের এলিট লিস্টে জায়গা করে নিলেন ঋদ্ধি।
বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে এমন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঋদ্ধিমান। আইপিএলে নিয়মিত মাঠে নামা বাংলার আর এক তারকা মহম্মদ শামি এখনও ১০০ ম্যাচের গণ্ডিও ছুঁতে পারেননি।
এমন মাইলস্টোন ম্যাচে ঋদ্ধি ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেন। যদিও নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। লখনউয়ে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাট দলনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাটে যথাযথ বল আসছিল না বলে ব্যাটসম্যানদের রীতিমতো সমস্যায় দেখায়। যদিও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ঋদ্ধি ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেন। ৩৭ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন।
ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ৬৮ রান যোগ করেন ঋদ্ধিমান। শেষে ক্রুণাল পান্ডিয়ার বলে বড় শট নিতে গিয়ে দীপক হুডার হাতে ধরা পড়ে যান সাহা।
For all the latest Sports News Click Here