LSG-কে হারিয়েও KKR-কে মুক্তি দিয়ে এক সর্বকালীন লজ্জার রেকর্ড গড়লেন RCB বোলাররা
বুধবার (২৬ মে) ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে এলিমিনেটরে হারিয়ে কোয়ালিফায়ার ২ জায়গা পাকা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাট হাতে ২০৭ রান তোলার পর আরসিবি বোলাররা ১৯৩ রানের বেশি করতে দেয়নি লখনউকে। ফলে ১৪ রানে ম্যাচ জিতে যায় তারা।
কিন্তু এদিনই আইপিএলের এক সর্বকালীন লজ্জার রেকর্ডে শীর্ষে উঠে এলেন আরসিবি বোলাররা। এ মরশুমে এখনও অবধি আরসিবির বিরুদ্ধে প্রতিপক্ষরা ১৩৭টি ছক্কা হাঁকিয়েছে। এক মরশুমে আর কোনও দলকে এর থেকে বেশি ছক্কা খেতে হয়নি। এদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন কলকাতা নাইট রাইডার্স বোলাররা। তারা ২০১৮ সালে মোট ১৩৫টি ছক্কা খেয়েছিলেন। আরসিবি তাদের এই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিল। তালিকায় তিনে রয়েছেন চেন্নাই সুপার কিংস। ২০১৮ মরশুমেই তারা ১৩১টি ছক্কা খেয়েছিল। চারে থাকা রাজস্থান রয়্যালসকে ২০২০ সালে ১২৮টি ছক্কা হজম করতে হয়েছিল।
এখানেই শেষ নয়। আরসিবির দুই বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহম্মদ সিরাজ, আরেক লজ্জার রেকর্ডেরও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। হাসারাঙ্গা ও সিরাজ দুইজনেই এই মরশুমে ২৮টি করে ছক্কা খেয়েছেন। এক মরশুমে ছক্কা খাওয়ার বিষয়ে তাদের থেকে কেবল ডোয়েন ব্র্যাভো এগিয়ে। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে ব্যাটাররা ২৯টি ছক্কা হাঁকিয়েছিল। তবে কোনও দলের দুই বোলার একই মরশুমে এতগুলি ছক্কা খায়নি। আরসিবি বোলারদের তাই হজম করতে হচ্ছে। এই তালিকায় যুগ্মভাবে আরও এক প্রাক্তন আরসিবি বোলার দুইয়ে রয়েছেন। যুজবেন্দ্র চাহালও ২০১৫ মরশুমে ২৮টি ছক্কা খেয়েছিলেন। ঘটনাক্রমে, তিনিও তখন আরসিবির হয়েই খেলতেন।
For all the latest Sports News Click Here