LPL-এ ফের ঝড় তুললেন KKR-এর নতুন তারা, IPL মাতানোর ইঙ্গিত তরুণ ওপেনারের ব্যাটে
লঙ্কা প্রিমিয়র লিগে ফের ব্যাট হাতে ঝড় তুললেন রহমানউল্লাহ গুরবাজ। নতুন আইপিএল মরশুমের জন্য গুজরাট টাইটানস থেকে কেকেআরে যোগ দেওয়া আফগান তারকা ফের দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন জাফনা কিংসকে।
এর আগে চলতি এলপিএলে ডাম্বুলার বিরুদ্ধে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন রহমানউল্লাহ। সেই ম্যাচে তিনি ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৭৩ রানের মারকাটারি ইনিংস খেলে মাঠ ছাড়েন। এবার কলম্বো স্টার্সের বিরুদ্ধে পরিস্থিতির নিরিখে অতটা ধ্বংসাত্মক হওয়ার প্রয়োজন হয়নি গুরবাজের। তিনি ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান।
লিগের ১৯তম ম্যাচে কলম্বোর বিরুদ্ধে মাঠে নামে জাফনা কিংস। ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কলম্বো। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে। ডমিনিক ড্রেকস ৩৮, নিশান মদুষ্কা ৩৫ ও রবি বোপারা ২০ রান করেন। খাতা খুলতে পারেননি দীনেশ চণ্ডীমল, নিরোশন ডিকওয়েলা ও মহম্মদ নবি।
আরও পড়ুন:- LPL 2022: মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি, লঙ্কা প্রিমিয়র লিগে ঝড় তুলে KKR-কে আশ্বস্ত করলেন তারকা ওপেনার
থিসারা পেরেরা ১৪ রানে ২টি উইকেট নেন। শোয়েব মালিক ২ ওভারে মাত্র ৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট দখল করেন জামান খান, অসিথা ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমে ও সুমিন্দা লক্ষণ।
আরও পড়ুন:- LPL 2022: ৪ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইডেনে, ব্রাথওয়েট ক্যান্ডিকে জেতালেন ৪ উইকেট নিয়ে
পালটা ব্যাট করতে নেমে জাফনা কিংস ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন রহমানউল্লাহ। ৪০ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া আবিষ্কা ফার্নান্ডো করেন ৩৮ বলে ৪০ রান। শোয়েব মালিক ৪ রান করে আউট হন। ডমিনিক ড্রেকস ও জেফ্রি বন্দরসে ১টি করে উইকেট নেন। মহম্মদ নবি ২ ওভারে মাত্র ৮ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।
For all the latest Sports News Click Here