Lock Upp: ‘বেস্ট ফ্রেন্ড’ করণ জোহরকে ‘জেলে’ বন্দি করে রাখতে চান কঙ্গনা!
ওটিটি’র পর্দায় আসছে ‘লক আপ’ নামের একটি রিয়েলিটি শো। যার সঞ্চালনার দায়িত্ব রয়েছেন কঙ্গনা রানাওয়াত। একগুচ্ছ বিতর্কিত সেলিব্রিটি একসঙ্গে লক আপ হবে এই শো-তে। সম্প্রতি, দিল্লিতে এই অনুষ্ঠানের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাব হালকা চালে ‘করণ জোহর’-কে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে উল্লেখ করে কঙ্গনা বলে ওঠেন, ‘আমি এই জেলে করণ জোহরজি-কে আমি আটকে রাখতে চাই। ওঁর সঙ্গে একটা কাপুরকেও বন্ধ করে রাখতে চাই!’
প্রসঙ্গত, কঙ্গনা-করণের বিবাদের কথা ইন্ডাস্ট্রিতে সর্বজনবিদিত। এর সূত্রপাত ২০১৭ সালে, যখন ছোটপর্দায় করণের এক জনপ্রিয় টক শো-তে অতিথি হিসেবে হাজির হয়ে করণকেই মুখের উপর ‘মুভি মাফিয়া’ বলা থেকে শুরু করে ‘ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের দন্ডমুন্ডের কর্তা’-র আখ্যা দিয়েছিলেন তিনি! এরপর বহুবার সোশ্যাল মিডিয়ায় কিংবা নিজের সাক্ষাতকরে করণের বিরুদ্ধে বিষোদগার করেছেন বলিউডের এই ‘কুইন’। এমনকি ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে আসা অভিনেতা-অভিনেত্রীদেরও কেরিয়ার খতম করে দেন করণ, এই অভিযোগও তুলেছিলেন কঙ্গনা।
অন্যদিকে, ‘লক আপ’-এর ট্রেলারে নায়িকা সাফ জানিয়েছেন, এমন একটি জায়গা যেখানে থাকা কোনও স্বপ্নের থেকে কম নয়। (একটু হেসে) দুঃস্বপ্নের থেকে কম নয়। এখানে প্রবেশ করা মানে প্রতিযোগীদের উচ্চমাত্রার জীবন যাত্রা বাইরে রেখে প্রবেশ করতে হবে। কিন্তু তারকাদের অসুবিধে সম্পর্কে সম্পূর্ণ নজর রাখা হবে। হাতকড়ির সঙ্গে সঙ্গ মিলবে এমন এক তারকা প্রতিযোগীর যারা একে অপরের ঘুম ওড়াবে। তারকাদের নাকি আউট হওয়ার আগে নিজেদের বিভিন্ন সিক্রেট ফাঁস করতে হবে সকলের সামনে। জেলেই নাকি অত্যাচারি খেলা হবে! ফলত আপকামিং রিয়েলিটি শো-তেও যে ‘ব্যাডাস’ অবতারেই ধরা দেবেন কঙ্গনা তা বলাবাহুল্য।
জানা গিয়েছে, অনেকটা বিগবস -এর ধাঁচে গড়ে তোলা হয়েছে ওই শো-কে। তবে একাধিক ‘টুইস্ট’ থাকছে। টিজারে কঙ্গনা জানিয়েছিলেন, ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে ওই শোতে দেখা যাবে। ৭২ দিন চলবে ওই রিয়েলিটি শো-টি। কিন্তু, কারা ওই শো-তে অংশ নিতে চলেছেন? বর্তমানে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে অফিসিয়ালিও কোনও ঘোষণা করা হয়নি।শো-এর ফর্ম্যাট যেমন সাহসী, তার উপর সঞ্চালক হিসেবে কঙ্গনা। ওটিটি প্ল্যাটফর্ম Alt Balaji & MX Player-এ আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হবে এই শো।
For all the latest entertainment News Click Here